Ajker Patrika

ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল ভারত 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ১৭
ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল ভারত 

টেস্টে ইংল্যান্ডকে তিন অঙ্কের রানে হারানো যেন একরকম নিয়ম বানিয়ে ফেলেছে ভারত। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ভারত জেতে ১০৬ রানে। রাজকোটে এবার তৃতীয় টেস্টে ভারত সেটাকে ছাড়িয়ে গেল বহুদূর। ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে জিতেছে ভারত। তাতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে।

৫৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে আজ ইংল্যান্ড নেমেছিল চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে। দলীয় ১৫ রানেই ভেঙে যায় ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের প্রথম বলে জসপ্রীত বুমরাকে মিড অনে ঠেলে সিঙ্গেল নিতে যান বেন ডাকেট। ডাকেট অনেকটা এগিয়ে গেলেও ক্রলি কোনো সাড়া দেননি। যতক্ষণে ডাকেট স্ট্রাইক প্রান্তে পৌঁছে গেছেন, ততক্ষণে মিড অন থেকে থ্রো করেন মোহাম্মদ সিরাজ। এরপর ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুড়েল বল সংগ্রহ করে স্টাম্প ভেঙে দেন।  এরপর নবম ওভারের দ্বিতীয় বলে ক্রলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন বুমরা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ক্রলি। দুই ওপেনারকে হারিয়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায়  ৮.২ ওভারে ২ উইকেটে ১৮ রান।  এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় সেশন।

তৃতীয় সেশনের খেলা যখন এরপর শুরু হয়, তখন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে যেন চোখে সর্ষেফুল দেখতে থাকে ইংল্যান্ড।ওলি পোপ, জনি বেয়ারস্টো, জো রুট—দ্রুত তিন ব্যাটারের উইকেট তুলে নেন জাদেজা। যার মধ্যে বেয়ারস্টো,রুট  দুই ইংলিশ ব্যাটার সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন। পোপ, বেয়ারস্টো ও রুট করেন ৩,৪ ও ৭ রান। এরপর ২৩তম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে এলবিডব্লু করেন কুলদীপ। ৩৯ বলে ১ চারে ১৫ রান করেন স্টোকস। এক ওভার বিরতিতে এসে রানের খাতা খোলার আগেই রেহানকে ফেরান কুলদীপ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংল্যান্ডের স্কোর হয়ে যায়  ২৪.৪ ওভারে ৭ উইকেটে ৫০ রান। ইংল্যান্ডের হার যখন সময়ের ব্যাপার মাত্র, সে সময় মার্ক উডের ঝোড়ো ইনিংসটা যেন ভক্ত-সমর্থক ও সতীর্থদের একটু বিনোদনই দিচ্ছিল। ১৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন উড। শেষ পর্যন্ত ইংল্যান্ড অলআউট হয়ে যায় ১২২ রানে। ৪৩৪ রানে জিতে টেস্টে নিজেদের ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ভারত। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড ২০২১ সালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়েছিল ভারত।

ম্যাচসেরা হয়েছেন জাদেজা।  ১১২ রানের পাশাপাশি ৯১ রানে নেন ৭ উইকেট। যার মধ্যে রাজকোটে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১২ রান জাদেজার চতুর্থ টেস্ট সেঞ্চুরি। বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৪১ রানে  ৭ উইকেট নিয়েছেন। শেষের দিকে ঝড় তোলা মার্ক উডকে ফিরিয়ে ইংলিশদের ইনিংসের ইতি টেনেছেন জাদেজা।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯৬ রানে আজ চতুর্থ দিনে খেলতে নামে ভারত।  দিনের ১৪তম ওভারে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন। ৮৫তম ওভার বোলিংয়ে আসা অ্যান্ডারসনকে পিটিয়ে ছক্কার হ্যাটট্রিক করেছেন। দ্বিতীয় বলে ফাইন লেগ, তৃতীয় বলে লং অফ, চতুর্থ বলে সোজা সাইটস্ক্রিন—তিন এলাকা দিয়ে তিন ছক্কা মেরেছেন। এরপর ৯৭তম ওভারের প্রথম বলে রুটকে কভারে ঠেলে জয়সওয়াল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২৩৬ বলে ১৪ চার ও ১২ ছক্কায় ২১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এমন ইনিংসে গড়েছেন বেশ কিছু রেকর্ড। ভারত ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ৪৩৪ রানে। প্রথম ইনিংসের লিডসহ দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের স্কোর হয় ৫৫৬ রান।

টস জিতে রাজকোটে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ও রবীন্দ্র জাদেজার জোড়া সেঞ্চুরিতে  প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৪৫ রান করে ভারত।  ১৯৬ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১৩১ রান করেন রোহিত। এটা তাঁর ১১তম টেস্ট সেঞ্চুরি।  এরপর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়েছে।  ইনিংস সর্বোচ্চ  ১৫৩ রান করেন বেন ডাকেট। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

 

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত