আইপিএলে যেন ‘বাজপাখি’ মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে যেভাবে নিশ্চিত ছয় ফেরালেন, তা বাজপাখির চেয়ে কম কিসে! ফিল্ডিং-বোলিংয়ে দুর্দান্ত ফিজকে দেখা গেলেও তাঁর দল রাজস্থান জিততে পারেনি ৷ বেঙ্গালুরুর কাছে হেরেছে ৭ উইকেটে ৷
বেঙ্গালুরুর ইনিংসের তখন নবম ওভার। কার্তিক তিয়াগির সেই ওভারে চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের বলে পুল করে বল আকাশে তুলে দেন ম্যাক্সওয়েল। বলের গন্তব্য ছিল সীমানার বাইরে। তবে বাউন্ডারি লাইনে দাঁড়ানো মোস্তাফিজ চিলের মতো ছোঁ মেরে বলের গতিরোধ করে সীমানা দড়ির ওপারে পড়তে দিলেন না। বাঁচিয়ে দিলেন দলের গুরুত্বপূর্ণ ৫ রান। মোস্তাফিজের সেই ছবি রাজস্থান তাদের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে, এটা বর্ণনা করার জন্য একটা শব্দই যথেষ্ট ‘দুর্ধর্ষ’।
এর আগে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়েও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন দেবদূত পাড়িক্কালকে (২২)। পরে নিজের শেষ ওভারের শেষ বলে শ্রিকার ভারতকে ক্যাচ বানিয়েছেন আনুজ রাওয়াতের হাতে। শেষ পর্যন্ত ৩ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। বোলিং ও ফিল্ডিং মিলিয়ে ম্যাচের মোস্তাফিজের উপস্থিতি ছিল দেখার মতো।
আইপিএলে যেন ‘বাজপাখি’ মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে যেভাবে নিশ্চিত ছয় ফেরালেন, তা বাজপাখির চেয়ে কম কিসে! ফিল্ডিং-বোলিংয়ে দুর্দান্ত ফিজকে দেখা গেলেও তাঁর দল রাজস্থান জিততে পারেনি ৷ বেঙ্গালুরুর কাছে হেরেছে ৭ উইকেটে ৷
বেঙ্গালুরুর ইনিংসের তখন নবম ওভার। কার্তিক তিয়াগির সেই ওভারে চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের বলে পুল করে বল আকাশে তুলে দেন ম্যাক্সওয়েল। বলের গন্তব্য ছিল সীমানার বাইরে। তবে বাউন্ডারি লাইনে দাঁড়ানো মোস্তাফিজ চিলের মতো ছোঁ মেরে বলের গতিরোধ করে সীমানা দড়ির ওপারে পড়তে দিলেন না। বাঁচিয়ে দিলেন দলের গুরুত্বপূর্ণ ৫ রান। মোস্তাফিজের সেই ছবি রাজস্থান তাদের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে, এটা বর্ণনা করার জন্য একটা শব্দই যথেষ্ট ‘দুর্ধর্ষ’।
এর আগে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়েও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন দেবদূত পাড়িক্কালকে (২২)। পরে নিজের শেষ ওভারের শেষ বলে শ্রিকার ভারতকে ক্যাচ বানিয়েছেন আনুজ রাওয়াতের হাতে। শেষ পর্যন্ত ৩ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। বোলিং ও ফিল্ডিং মিলিয়ে ম্যাচের মোস্তাফিজের উপস্থিতি ছিল দেখার মতো।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
২ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৬ ঘণ্টা আগে