Ajker Patrika

বাটলার চান না ভারত-পাকিস্তান ফাইনাল হোক 

বাটলার চান না ভারত-পাকিস্তান ফাইনাল হোক 

ভারত-পাকিস্তান ফাইনাল মানেই যেন অন্যরকম এক উত্তেজনা। কিন্তু জস বাটলারের চাওয়াটা একটু ভিন্ন। এই হাইভোল্টেজ ফাইনাল কোনোভাবেই চাইছেন না ইংলিশ অধিনায়ক।

আজ সিডনিতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আর আগামীকাল অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। অ্যাডিলেডের জয়ী দল রোববার পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে। যেখানে দ্বিতীয় সেমিফাইনালের  আগে সংবাদ-সম্মেলনে ভারতের উদ্দেশ্যে যেন একরকম হুংকার ছাড়লেন বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘দেখুন, আমরা ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই না। তা যেন না হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

সংবাদ-সম্মেলনে ভারতের প্রশংসাও করেছেন বাটলার। কেননা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২-চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেছে ভারত। গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৮ পয়েন্ট  পেয়েছিলেন রোহিত শর্মারা। যেখানে সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা তিনের দুজনই ভারতীয়। ২৪৬ রান করে বিরাট কোহলি হচ্ছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ২২৫ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হলেন সূর্যকুমার যাদব। এই ব্যাপারে ইংলিশ অধিনায়কের বক্তব্য, ‘ভারত খুবই শক্তিশালী দল। ভারত দীর্ঘসময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স করছে। স্বাভাবিকভাবেই তাদের খেলোয়াড়দের সংখ্যা বেশি এবং অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। তাদের লাইন আপে অনেক দারুণ খেলোয়াড় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত