নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে। সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।
দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’
তরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’
ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে। সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।
দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’
তরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২৮ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে