Ajker Patrika

শান্তদের সঙ্গে প্রধান উপদেষ্টার ‘দামি ছবি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তদের সঙ্গে প্রধান উপদেষ্টার ‘দামি ছবি’

ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে।  সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।

দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’

সিরিজজয়ী বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বিসিবিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’

বেলা ২টার দিকে গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে শান্ত, তাসকিন, তাইজুলেরা যান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানেই তোলা হয়েছে ছবিটি। ছবি: তাসকিনের ফেসবুক পেজতরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত