Ajker Patrika

‘আমি চাইনি ভারত আমাকে কাঁদতে দেখুক’

‘আমি চাইনি ভারত আমাকে কাঁদতে দেখুক’

নক আউট পর্বে ‘তীরে এসে তরী ডোবা’ ভারতীয় ক্রিকেট দলের যেন নিয়মিত চিত্র। বিরাট কোহলি-রোহিত শর্মাদের পাশাপাশি স্মৃতি মান্ধানা-হারমানপ্রীত কৌররাও জয়ের সম্ভাবনা তৈরি করে হেরে যান। গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে জিততে হেরে যায় ভারতীয়রা। কান্না লুকোতে ম্যাচ শেষে তাই সানগ্লাস পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত।

কেপটাউনের নিউল্যান্ডসে গতকাল প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৭২ রান করে অস্ট্রেলিয়া নারী দল। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ খেলতে থাকে ভারত। ভারতের মেয়েদের শেষ ৫ ওভারে জিততে দরকার ছিল ৩৯ রান, হাতে ছিল ৫ উইকেট। তবু জিততে পারেনি ভারতীয়রা। ৮ উইকেটে ১৬৭ রানে থেমে যায় হারমানপ্রীতের বল। ম্যাচ শেষে কাছাকাছি গিয়ে হেরে যাওয়ার আক্ষেপ কাজ করেছে হারমানপ্রীতের। সানগ্লাস পরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি চাইনি ভারত আমাকে কাঁদতে দেখুক। তাই আমি সানগ্লাস পড়েছি। প্রতিজ্ঞা করছি, আমরা আরও উন্নতি করব এবং এভাবে আমাদের দেশকে কখনো হারতে দেব না।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অজিরা। ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৮৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। অজিদের হেক্সা মিশনের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ। কেপটিউনে ২য় সেমিফাইনালে আজ খেলবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত