Ajker Patrika

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির যে রেকর্ডে ওয়ার্নারই প্রথম

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির যে রেকর্ডে ওয়ার্নারই প্রথম

আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুই দিন আগে বিরল এক কীর্তি গড়েছিলেন জসপ্রীত বুমরা। প্রথম বোলার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণে শীর্ষে উঠার। তাঁর আগে ব্যাটার এবং অলরাউন্ডারে এমন রেকর্ড থাকলেও বোলারদের ছিল না। 

রেকর্ডটা গড়ে ক্রিকেটের তিন বিভাগে সেই চক্র পূরণ করেছেন ভারতীয় পেসার বুমরা। তাঁর কীর্তির রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি বিরল রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণের ১০০ তম ম্যাচে ফিফটি কিংবা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। 

আজ হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছেন ওয়ার্নার। ব্যাটিং নেমেই অবশ্য রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব সংস্করণে ১০০ তম ম্যাচ খেলতে নামার। বিশেষ দিনটাকেই আবার স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক রেকর্ডে। রেকর্ড গড়ার পথে ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়। 

এর আগে ওয়ানডে এবং টেস্টের শততম ম্যাচেও ফিফটি কিংবা তার বেশি রান করেছেন ওয়ার্নার। সংক্ষিপ্ত সংস্করণে ৭০ রানে থামলেও বাকি দুই ইনিংসে সেঞ্চুরি মেরেছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে যেদিন রেকর্ডটা গড়লেন সেদিন বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে শততম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়ার্নার। ১২৪ রানের ইনিংসটি ১২ চার ও ৪ ছক্কায় সাজিয়েছিলেন। পরে অবশ্য এই তালিকাটা দশজন ব্যাটারের হয়েছে। 

টেস্টের শততম ম্যাচে আরও বড় কীর্তি গড়েছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১০ম ব্যাটার হিসেবে স্মরণীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যান তিনি। জো রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটার।

বিশ্বের আর কোনো খেলোয়াড়ের তিন সংস্করণের শততম ম্যাচে ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করার রেকর্ড নেই। থাকবে কেমনে? তিন সংস্করণে ১০০ করে ম্যাচ খেলার ব্যাটারই যে মাত্র তিনজন। সর্বপ্রথম সব সংস্করণে এই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলর। আর দ্বিতীয় ব্যাটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।

টেলর ওয়ানডের শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৪, দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নামেননি। দ্বিতীয় ইনিংসের মতো ঠিক একই রকম শততম ওয়ানডের দিন ব্যাটিংয়ে নামতে পারেননি। আর টি-টোয়েন্টির শততম ম্যাচে করেছিলেন ৫৩ রান। অন্যদিকে কোহলি টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৪৫ রান, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। ওয়ানডে করেছেন ২২ রান। টি-টোয়েন্টির দিন করেছিলেন ৩৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত