Ajker Patrika

উত্তেজিত হওয়ার শাস্তি পেলেন হৃদয়

আপডেট : ১০ মার্চ ২০২৪, ২১: ৪৭
উত্তেজিত হওয়ার শাস্তি পেলেন হৃদয়

আইসিসির নিয়মবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয়। গতকাল সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আইসিসির লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা যাচ্ছে তাঁর। 

খেলার চেতনা পরিপন্থী আচরণ প্রদর্শন করায় তাওহীদের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২০ লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। যার কারণে এই শাস্তি পেতে হচ্ছে। সঙ্গে তাওহীদের ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হচ্ছে ২টি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটি তাঁর প্রথম অপরাধ। 

গতকাল বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে মেজাজ হারান তাওহীদ। নিজের প্রথম করতে এসেই প্রথম তিন বলে হ্যাটট্রিক করেন নুয়ান তুশারা। সেই ওভারের দ্বিতীয় বলে তাওহীদের স্টাম্প উড়িয়ে দেন লঙ্কান পেসার। প্রতিপক্ষের এমন দুর্দান্ত আউটের পর উদ্‌যাপনে মেতে উঠে শ্রীলঙ্কা দল। শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরার সময় সেটি দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি তাওহীদ। উত্তেজিত হয়ে ঘুরে লঙ্কানদের দিকে আক্রমণাত্মক ও অখেলোয়াড়সুলভ আচরণ করে বসেন তিনি। 

তাওহীদের এমন আচরণ দৃষ্টি এড়ায়নি অনফিল্ড আম্পায়ার শরফুদ্দিন সৈকত, তানভির আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমানের। তাঁরাই অভিযোগ আনেন আর শাস্তির প্রস্তাব দেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ২৩ বছর বয়সী ব্যাটার এই শাস্তি গ্রহণ করেছেন, যার কারণে কোনো শুনানির প্রয়োজন পড়ছে না। 

আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করলে ন্যুনতম শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ৫০ শতাংশ কর্তন। সঙ্গে জুটে ১ বা ২টি ডিমেরিট পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত