Ajker Patrika

হেরাথের বোলিংয়ে কাবু ডমিঙ্গো!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেরাথের বোলিংয়ে কাবু ডমিঙ্গো!

সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা গতকাল ইনডোরের উইকেটে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছিলেন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সারার। এ সময় হঠাৎ দেখা গেল মিরপুরের ৮ নম্বর উইকেটের দিকে ব্যাট হাতে এগিয়ে আসছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচের বিপরীতে ততক্ষণে বোলিং প্রান্তে প্রস্তুত স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ। এরপর ব্যাট-বোলিংয়ের লড়াই হলো দুই কোচের মধ্যে। তবে লড়াইটা হলো একতরফা! 

হেরাথ প্রথম দুই বল ডমিঙ্গোকে একটু অফ স্টাম্পের বাইরে করেন। তাতে পরাস্ত ডমিঙ্গো। শট খেলার তাড়ায় থাকা ডমিঙ্গো এরপর হেরাথকে কিছুটা এগিয়ে এসে দেখিয়ে দেন শর্ট পিচে বল ফেলতে। ডমিঙ্গোর দেখিয়ে দেওয়া জায়গায় হেরাথ ঠিকই বল ফেললেন, কিন্তু আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এবারও বড় শট খেলতে পারেননি ডমিঙ্গো। আরও দুই বলে পরাস্ত হওয়ার পর হাল ছেড়ে দেন ডমিঙ্গো। দুজনেই হাসতে হাসতে এগিয়ে যান সাজঘরের দিকে।

ডমিঙ্গোকে হেরাথ বল করেছেন চারটি। একটা বলও বৃত্তের বাইরে ফেলতে পারেননি ডমিঙ্গো। দুই কোচের এই দ্বৈরথ কাছে থেকে উপভোগ করেছেন নাসুম আহমেদরা।

তিন বছর আগে ক্রিকেট থেকে অবসরে যাওয়া হেরাথ ‘অস্ত্র জমা দিলেও ট্রেনিং যে জমা দেননি’—সেটিই যেন বোঝালেন কাল। অবশ্য এত দ্রুত বোলিং ভুলে যাওয়ার কথাও না বাঁহাতি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪৩৩ উইকেটশিকারী লঙ্কান কিংবদন্তির। 

জুলাইয়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে যুক্ত হওয়ার পর নেটেও নিয়মিত নাসুম–মেহেদী হাসানদের নিজে বোলিং করে দেখিয়ে দিচ্ছেন সাফল্য পেতে কী করতে হবে। ডমিঙ্গোর অবশ্য কোচিংয়ে ভালো অভিজ্ঞতা থাকলেও খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিতি নেই। ঘরোয়া ক্রিকেটে থিতু হতে না পেরে ‘ক্রিকেট খেলাটা আমার জন্য নয়’—বুঝে যাওয়া ডমিঙ্গো দ্রুতই ঝুঁকেছিলেন কোচিং পেশায়। আর সেটিই তাঁকে এনে দিয়েছে সাফল্য। গতকাল মিরপুরে  দুই কোচের ব্যাট-বলের লড়াইয়ে শেষ হাসিটা যে হেরাথেরই হবে, তা আর বলতে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত