Ajker Patrika

লঙ্কা ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে নিয়ে আইসিসির সন্দেহ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫১
অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।

আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানি, জেফ ক্রো সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন।

২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুনেমানের। তবে ২০১৭ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু তাঁর। ৮ বছরের ক্যারিয়ারের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেন, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ব্যাপারে অস্ট্রেলিয়া দল ওয়াকিবহাল। আইসিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সিএ ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখবে। এই সমস্যা দূর করতে ম্যাটকে সমর্থন দিয়ে যাব। ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট, ক্রিকেট অস্ট্রেলিয়া কেউ কোনো কথা বলবে না।’

আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। বেশি বাঁকলেই বোলিং অ্যাকশন অবৈধ হবে। তাতে নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই কুনেমানের। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। সেই সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন অজি এই বাঁহাতি স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত