Ajker Patrika

এসেই ছক্কার রেকর্ড গড়লেন জাকের

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৫: ২৬
এসেই ছক্কার রেকর্ড গড়লেন জাকের

টি-টোয়েন্টিতে দেড় বছর পর ফিরেই ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ২ চার ও ৪ ছয়ে ব্যাটিংটা দুর্দান্ত করলেও ফেরাটা জয়ে রাঙাতে পারেননি অভিজ্ঞ ব্যাটার। 

মাহমুদউল্লাহর ফেরাটা যেমন জয়ে হলো না তেমনি শুরুটা হলো না জাকের আলী অনিকের। এশিয়ান গেমসের ম্যাচ বাদ দিলে টি-টোয়েন্টিতে আজ তাঁর অভিষেক ধরা যায়। আর অভিষেকেই কী দুর্দান্ত ব্যাটিংটাই না করলেন তিনি। ৩৪ বলে ৬৮ রানের দুরন্ত এক ইনিংস খেলছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এই ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৬ ছক্কায়। 

তবে, শ্রীলঙ্কার কাছে ৩ রানে বাংলাদেশ হেরে যাওয়ায় কোনো কাজে আসেনি জাকেরের ইনিংসটি। শেষ ৪ বলে ১০ রানের সমীকরণটা মেলাতে গিয়ে দাসুন শানাকার বলে আউট হন তিনি। জয়ে বাংলাদেশ দলের হয়ে ক্যারিয়ারটা শুরু করতে না পারলেও রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে আজ ২০০.০০ স্ট্রাইকরেটে ৬ ছক্কা হাঁকিয়েছেন জাকের। তাঁর চেয়ে বেশি ছক্কা এক ম্যাচে আর কোনো বাংলাদেশি ব্যাটার মারতে পারেনি। আগের সর্বোচ্চ ছিল ৫ টি। ৫ ছক্কায় এত দিন যৌথভাবে শীর্ষে ছিলেন—মোহাম্মদ নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। 

রেকর্ড গড়লেও জিততে না পারায় হতাশ হয়েছেন জাকের। সংবাদ সম্মেলনে এসে তাই হতাশাটা লুকিয়ে রাখলেন না তিনি। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমার চেহেরা দেখেই বুঝতে পারছেন, আমি কেমন আছি। হার তো সব সময়ই বেদনার। ফাইনালে (বিপিএল) হারের পর রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে ভালো লাগত। তবে আমি ভেঙে পড়ব না। অবশ্যই জেতা যায় সামনে, এ ম্যাচে হারলেও দল হিসেবে অনেক পাওয়ার আছে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা

                                        ছক্কা
জাকের আলী অনিক          ৬
মোহাম্মদ নাজিমউদ্দিন        ৫    
জিয়াউর রহমান               ৫
তামিম ইকবাল                 ৫
লিটন দাস                      ৫
মাহমুদউল্লাহ রিয়াদ            ৫
সৌম্য সরকার                  ৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত