ক্রীড়া ডেস্ক
জিততে হলে ২০২ রান করতে হবে বাংলাদেশকে। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। লাহোরের এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর।
ইনিংসের তৃতীয় বলেই চমক দেখিয়েছিলেন মেহেদী হাসান। রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দিয়েছিলেন ওপেনার সিয়াম আইয়ুবকে। স্কোরবোর্ডে পাকিস্তানের রান তখন ১। দ্বিতীয় ওভারেই আবার আরেক ফখর জামানকে (১) ফিরিয়ে দিলেন শরীফুল ইসলাম। ৫ রানেই ২ উইকেট নেই পাকিস্তানের। আরব আমিরাতের কাছে সিরিজ হারা বাংলাদেশের জন্য শুরুটা এর চেয়ে ভালো আর কী হতে পারত!
শুরুর এই জোড়া ধাক্কার পর মোহাম্মদ হারিস ও অধিনায়ক সালমান আগার ৪৮ রানের জুটি। তবে তাঁরা আরও ভয়ংকর হয়ে ওঠার আগেই হারিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তানজিদ হাসান সাকিব। তাঁকে তুলে মারতে গিয়ে লং অনে তানজিদ তামিমের ক্যাচ হয়ে হারিস ফিরেছেন ৩১ রান করে।
৪৮ রানে ৩ উইকেটে হারালেও পাকিস্তানি ব্যাটাররা সব সময় রানের চাকা সচল রাখার চেষ্টা করে গেছেন। তানজিম সাকিবের টানা তিন বলে ৬, ৪ ও ৪ মেরে ২৯ বলে ফিফটি করেন সালমান। আউট হওয়ার আগে ৩৪ বলে ৫৬। অধিনায়ক ফিফটি করলেও ফিফটির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন পিএসএলে দুর্দান্ত ব্যাটিং করা হাসান নওয়াজ। ২টি চার ও ৪টি ছয়ে ২২ বলে ২০০.০০ স্ট্রাইকরেটে ৪৪ রান করে রিশাদ হোসেনের প্রথম শিকার হয়েছেন তিনি।
প্রথম ১০ ওভারে ৯৭ রান তোলে পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে তারা তুলেছে ২০১ রান। শেষ দিকে শাদাব খান ২৫ বলে ৪৮ ফাহিম আশরাফ ৬ বলে ১১ রান করলে ২০০ ছাড়িয়ে যায় পাকিস্তানের রান।
বল হাতে সবচেয়ে সফল শরীফুল ইসলাম। ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারী।
জিততে হলে ২০২ রান করতে হবে বাংলাদেশকে। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। লাহোরের এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর।
ইনিংসের তৃতীয় বলেই চমক দেখিয়েছিলেন মেহেদী হাসান। রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দিয়েছিলেন ওপেনার সিয়াম আইয়ুবকে। স্কোরবোর্ডে পাকিস্তানের রান তখন ১। দ্বিতীয় ওভারেই আবার আরেক ফখর জামানকে (১) ফিরিয়ে দিলেন শরীফুল ইসলাম। ৫ রানেই ২ উইকেট নেই পাকিস্তানের। আরব আমিরাতের কাছে সিরিজ হারা বাংলাদেশের জন্য শুরুটা এর চেয়ে ভালো আর কী হতে পারত!
শুরুর এই জোড়া ধাক্কার পর মোহাম্মদ হারিস ও অধিনায়ক সালমান আগার ৪৮ রানের জুটি। তবে তাঁরা আরও ভয়ংকর হয়ে ওঠার আগেই হারিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তানজিদ হাসান সাকিব। তাঁকে তুলে মারতে গিয়ে লং অনে তানজিদ তামিমের ক্যাচ হয়ে হারিস ফিরেছেন ৩১ রান করে।
৪৮ রানে ৩ উইকেটে হারালেও পাকিস্তানি ব্যাটাররা সব সময় রানের চাকা সচল রাখার চেষ্টা করে গেছেন। তানজিম সাকিবের টানা তিন বলে ৬, ৪ ও ৪ মেরে ২৯ বলে ফিফটি করেন সালমান। আউট হওয়ার আগে ৩৪ বলে ৫৬। অধিনায়ক ফিফটি করলেও ফিফটির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন পিএসএলে দুর্দান্ত ব্যাটিং করা হাসান নওয়াজ। ২টি চার ও ৪টি ছয়ে ২২ বলে ২০০.০০ স্ট্রাইকরেটে ৪৪ রান করে রিশাদ হোসেনের প্রথম শিকার হয়েছেন তিনি।
প্রথম ১০ ওভারে ৯৭ রান তোলে পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে তারা তুলেছে ২০১ রান। শেষ দিকে শাদাব খান ২৫ বলে ৪৮ ফাহিম আশরাফ ৬ বলে ১১ রান করলে ২০০ ছাড়িয়ে যায় পাকিস্তানের রান।
বল হাতে সবচেয়ে সফল শরীফুল ইসলাম। ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারী।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৫ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে