টেস্ট ক্রিকেট যে হ্যারি ব্রুক সীমিত ওভারের ক্রিকেটের মতো খেলেন, তা বোঝা গেছে অনেক আগেই। তবে ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি তিনি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) যেন সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবেই বেছে নিলেন ব্রুক। গতকাল দুর্দান্ত এক সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন ইংলিশ এই ব্যাটার।
ইডেন গার্ডেনসে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ব্রুক। কলকাতার বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ইংলিশ এই ওপেনারের ব্যাটিংয়ে। এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি এসেছে ব্রুকের ব্যাট থেকেই। ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ইংলিশ এই ব্যাটার।
বিধ্বংসী এই ইনিংস খেলে ‘সুপারস্টার’ তকমা পেয়ে গেছেন ব্রুক। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে প্রশংসার বন্যা। ইরফান পাঠান তাঁর টুইটারে লিখেছেন, ‘হ্যারি ব্রুক আইপিএলের সুপারস্টার।’ কেভিন পিটারসেনের কাছে আইপিএলে ব্রুক যেন তাঁর আগমনী বার্তা দিয়েছেন। পিটারসেন টুইট করেন, ‘হ্যারি ব্রুক এসেই তার পারফরম্যান্সের জানান দিচ্ছে। সে এমনই দুর্দান্ত খেলোয়াড়।’ ভারতীয় সাবেক বাঁহাতি পেসার আরপি সিং টুইট করেছেন, ‘হ্যারি ব্রুক নিজের মতো এসেছে।’ ইংল্যান্ড ক্রিকেট তাঁকে ‘চিট কোড’ আখ্যা দিয়েছে।
এবারই প্রথম আইপিএল খেলতে এসেছেন ব্রুক। যদিও শুরুটা ভালো হয়নি তাঁর। প্রথম তিন ম্যাচে করেছেন ১৩,৩ ও ১৩ রান। আর গতকাল তো ছাপিয়ে গেছেন সবকিছু।
টেস্ট ক্রিকেট যে হ্যারি ব্রুক সীমিত ওভারের ক্রিকেটের মতো খেলেন, তা বোঝা গেছে অনেক আগেই। তবে ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি তিনি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) যেন সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবেই বেছে নিলেন ব্রুক। গতকাল দুর্দান্ত এক সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন ইংলিশ এই ব্যাটার।
ইডেন গার্ডেনসে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ব্রুক। কলকাতার বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ইংলিশ এই ওপেনারের ব্যাটিংয়ে। এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি এসেছে ব্রুকের ব্যাট থেকেই। ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ইংলিশ এই ব্যাটার।
বিধ্বংসী এই ইনিংস খেলে ‘সুপারস্টার’ তকমা পেয়ে গেছেন ব্রুক। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে প্রশংসার বন্যা। ইরফান পাঠান তাঁর টুইটারে লিখেছেন, ‘হ্যারি ব্রুক আইপিএলের সুপারস্টার।’ কেভিন পিটারসেনের কাছে আইপিএলে ব্রুক যেন তাঁর আগমনী বার্তা দিয়েছেন। পিটারসেন টুইট করেন, ‘হ্যারি ব্রুক এসেই তার পারফরম্যান্সের জানান দিচ্ছে। সে এমনই দুর্দান্ত খেলোয়াড়।’ ভারতীয় সাবেক বাঁহাতি পেসার আরপি সিং টুইট করেছেন, ‘হ্যারি ব্রুক নিজের মতো এসেছে।’ ইংল্যান্ড ক্রিকেট তাঁকে ‘চিট কোড’ আখ্যা দিয়েছে।
এবারই প্রথম আইপিএল খেলতে এসেছেন ব্রুক। যদিও শুরুটা ভালো হয়নি তাঁর। প্রথম তিন ম্যাচে করেছেন ১৩,৩ ও ১৩ রান। আর গতকাল তো ছাপিয়ে গেছেন সবকিছু।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে