ক্রীড়া ডেস্ক

২০২৩ বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসর নেন কুইন্টন ডি কক। তবে প্রায় দুই বছর পর অবসর ভেঙে এই সংস্করণে ফিরছেন তারকা উইকেটরক্ষক ব্যাটার। তাকে রেখেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
এশিয়া কাপ শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল। পাকিস্তান সফরে ওয়ানডের মতো কুড়ি ওভারের সিরিজেও ফিরেছেন ডি কক। সবশেষ গত বছরের জুনে এই সংস্করণে খেলেছেন সাবেক অধিনায়ক।
মূলত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে প্রাধান্য দিতেই ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নেন ডি কক। একই কারণে টি–টোয়েন্টি দলের বাইরেও ছিলেন। গুঞ্জন ছিল, সংক্ষিপ্ত সংস্করণকেও বিদায় বলবেন তিনি। তবে এবার টি–টোয়েন্টি দলে ফিরে সব গুঞ্জনকে উড়িয়ে দিলেন ডি কক।
ওয়ানেডেত ডি ককের অবসর ভাঙা এবং টি–টোয়েন্টি দলে প্রত্যাবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলেন, ‘সাদা বলের মাঠে কুইন্টনের প্রত্যাবর্তন আমাদের জন্য একটি বড় উৎসাহ। গত মাসে যখন আমরা তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলাম, তখন এটা স্পষ্ট ছিল যে, এখনও দেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে। সবাই জানে সে তার ভূমিকা কী। তাকে ফিরে পেলে দলেরই লাভ হবে।’
দক্ষিণ আফ্রিকার হয় এখন পর্যন্ত ১৫৫টি ওয়ানডে খেলেছেন ডি কক। ব্যাট হাতে করেছেন ৬ হাজার ৭৭০ রান। ২১ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩০টি ফিফটি। ব্যাটিং গড় ৪৫.৭৪। স্ট্রাইকরেট ৯৬.৬৪। ১৭৮ রানের ইনিংস তার সর্বোচ্চ।
টেস্ট দিয়ে পাকিস্তান সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ১২ অক্টোবর মাঠে গড়াবে প্রথম টেস্ট। সাদা পোশাকের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২০ অক্টোবর। টি–টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৮ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর। ওয়ানেড ম্যাচ তিনটি হবে ৪,৬ ও ৮ নভেম্বর।

২০২৩ বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসর নেন কুইন্টন ডি কক। তবে প্রায় দুই বছর পর অবসর ভেঙে এই সংস্করণে ফিরছেন তারকা উইকেটরক্ষক ব্যাটার। তাকে রেখেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
এশিয়া কাপ শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল। পাকিস্তান সফরে ওয়ানডের মতো কুড়ি ওভারের সিরিজেও ফিরেছেন ডি কক। সবশেষ গত বছরের জুনে এই সংস্করণে খেলেছেন সাবেক অধিনায়ক।
মূলত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে প্রাধান্য দিতেই ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নেন ডি কক। একই কারণে টি–টোয়েন্টি দলের বাইরেও ছিলেন। গুঞ্জন ছিল, সংক্ষিপ্ত সংস্করণকেও বিদায় বলবেন তিনি। তবে এবার টি–টোয়েন্টি দলে ফিরে সব গুঞ্জনকে উড়িয়ে দিলেন ডি কক।
ওয়ানেডেত ডি ককের অবসর ভাঙা এবং টি–টোয়েন্টি দলে প্রত্যাবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলেন, ‘সাদা বলের মাঠে কুইন্টনের প্রত্যাবর্তন আমাদের জন্য একটি বড় উৎসাহ। গত মাসে যখন আমরা তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলাম, তখন এটা স্পষ্ট ছিল যে, এখনও দেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে। সবাই জানে সে তার ভূমিকা কী। তাকে ফিরে পেলে দলেরই লাভ হবে।’
দক্ষিণ আফ্রিকার হয় এখন পর্যন্ত ১৫৫টি ওয়ানডে খেলেছেন ডি কক। ব্যাট হাতে করেছেন ৬ হাজার ৭৭০ রান। ২১ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩০টি ফিফটি। ব্যাটিং গড় ৪৫.৭৪। স্ট্রাইকরেট ৯৬.৬৪। ১৭৮ রানের ইনিংস তার সর্বোচ্চ।
টেস্ট দিয়ে পাকিস্তান সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ১২ অক্টোবর মাঠে গড়াবে প্রথম টেস্ট। সাদা পোশাকের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২০ অক্টোবর। টি–টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৮ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর। ওয়ানেড ম্যাচ তিনটি হবে ৪,৬ ও ৮ নভেম্বর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
৩ মিনিট আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১২ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১২ ঘণ্টা আগে