Ajker Patrika

ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের ফল কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের ওপর

ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের ফল কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের ওপর

২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ যত এগোচ্ছে, প্রতিযোগিতা জমে উঠেছে। পয়েন্ট টেবিলের লড়াইটা কোনো নির্দিষ্ট ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। যেখানে লন্ডনের ওভালে চলমান ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের ফলও বদলে দিতে পারে বাংলাদেশের অবস্থান।

৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা এখন অবস্থান করছে 
পাঁচ ও সাত নম্বরে। যদি ওভালে শ্রীলঙ্কা জেতে, তাহলে তাঁদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ থেকে বেড়ে হবে ৪২.৮৬। তখন বাংলাদেশ চার নম্বর স্থান ধরে রাখলেও তিনটি দলের অবস্থান পরিবর্তন হবে। ৪৫ শতাংশ থেকে কমে ইংলিশদের সফলতার হার হবে ৪২.১৮। সেক্ষেত্রে শ্রীলঙ্কা দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে আসবে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এক ধাপ করে পিছিয়ে ছয় ও সাতে নেমে যাবে। যেখানে  ৩৮.৮৯ শতাংশ নিয়ে সফলতার হার নিয়ে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে।

ওভাল টেস্টের যে অবস্থা, তাতে আজ চতুর্থ দিনেই ফল আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের জবাবে শ্রীলঙ্কা এরই মধ্যে ১ উইকেটে ৯৪ রান করে ফেলেছে। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৫৩ ও ৩০ রানে অপরাজিত আছেন। এখনো ব্যাটিংয়ে আসার অপেক্ষায় আছেন দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভার মতো ক্রিকেটাররা। ব্যাটিং লাইন আপে ধস না নামলে শ্রীলঙ্কারই ওভাল টেস্ট জয়ের সম্ভাবনা বেশি। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে আছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফোযদি উল্টোটা হয়? মানে ব্যাটিং বিপর্যয়ে লঙ্কানরা হেরে গেল। তখন পয়েন্ট তালিকায় চার থেকে পাঁচে নেমে যাবে বাংলাদেশ। ইংল্যান্ড উঠে আসবে চারে। ওলি পোপের নেতৃত্বাধীন ইংলিশদের সফলতার হার তখন হবে ৪৮.৪৩। লঙ্কানরা সাত নম্বরেই থাকবে। তাঁদের সাফল্যের হার কমে হবে ২৮.৫৭। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। 

৬৮.৫২ ও ৬২.৫০ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার প্রথম ও দুইয়ে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তিনে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৫০ শতাংশ। শীর্ষে থাকা ভারতের বিপক্ষেই ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচটি হবে চেন্নাইতে। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ১৯.০৫ ও ১৮.৫২। যেখানে পাকিস্তান ঘরের মাঠে কদিন আগে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত