দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।
আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।
আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে