দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।
আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।
আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
১১ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
১২ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১৩ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১৩ ঘণ্টা আগে