ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যান ডেভিড ওয়ার্নার। টেস্টের ‘বিশেষ টুপি’ ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেন তিনি। অবশেষে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার খুঁজে পেয়েছেন ব্যাগি গ্রিন।
সিডনিতে গত পরশু শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্ট। সেই টেস্টে এখন চলছে তৃতীয় দিনের খেলা। সিডনিতে অস্ট্রেলিয়ার টিম হোটেলে পাওয়া গেছে তাঁর ব্যাগি গ্রিনগুলো, আজ এক ভিডিও বার্তায় তা নিশ্চিত করেন ওয়ার্নার। যার মধ্যে রয়েছে আসল ব্যাগি গ্রিন, যেটা ওয়ার্নার ২০১১ সালে টেস্ট অভিষেকে পেয়েছেন। আসল ব্যাগি গ্রিন হাতে নিয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘হ্যালো সবাই। আমি খুব খুশি হয়ে জানাচ্ছি যে আমার ব্যাগি গ্রিনগুলো পাওয়া গেছে। এটা খুবই ভালো সংবাদ। যাঁরা খুঁজতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস, আমাদের হোটেল, টিম ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে যে এই টুপি কতটা বিশেষ। আজীবন এটা সঙ্গে থাকবে।’ সিডনি টেস্টের আগে মেলবোর্নে গত ২৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। বক্সিং ডে টেস্ট শেষে মেলবোর্ন থেকে কান্টাস এয়ারলাইনসের মালবাহীতে অস্ট্রেলিয়ার ব্যাগ পাঠানো হয় সিডনিতে। সেখান থেকে কোয়ে ওয়েস্ট হোটেল পাঠানো হয় পুরো অস্ট্রেলিয়া দলের ব্যাকপ্যাক। হোটেলে এসে ওয়ার্নার দেখেন নিজের ব্যাকপ্যাক নেই। তখন নিজের হারিয়ে যাওয়া ব্যাকপ্যাক নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকেই ছিল দুটি ব্যাগি গ্রিন, যা অবশেষে খুঁজে পাওয়া গেছে। তবে কীভাবে খুঁজে পাওয়া গেছে, তা এখনো জানা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘যে ব্যাগে জিনিসগুলো ছিল, তা খুঁজে পাওয়া গেছে টিম হোটেলে। ব্যাগের ভেতরের জিনিসগুলো ঠিকঠাক আছে। যদিও নিখোঁজ ব্যাগটি কোথায় কোথায় গিয়েছে, তা এখনো জানা যায়নি। যদিও অনেক খোঁজাখুঁজি হয়েছে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। মঙ্গলবার থেকে তা খোঁজা হয়েছে।’
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যান ডেভিড ওয়ার্নার। টেস্টের ‘বিশেষ টুপি’ ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেন তিনি। অবশেষে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার খুঁজে পেয়েছেন ব্যাগি গ্রিন।
সিডনিতে গত পরশু শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্ট। সেই টেস্টে এখন চলছে তৃতীয় দিনের খেলা। সিডনিতে অস্ট্রেলিয়ার টিম হোটেলে পাওয়া গেছে তাঁর ব্যাগি গ্রিনগুলো, আজ এক ভিডিও বার্তায় তা নিশ্চিত করেন ওয়ার্নার। যার মধ্যে রয়েছে আসল ব্যাগি গ্রিন, যেটা ওয়ার্নার ২০১১ সালে টেস্ট অভিষেকে পেয়েছেন। আসল ব্যাগি গ্রিন হাতে নিয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘হ্যালো সবাই। আমি খুব খুশি হয়ে জানাচ্ছি যে আমার ব্যাগি গ্রিনগুলো পাওয়া গেছে। এটা খুবই ভালো সংবাদ। যাঁরা খুঁজতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস, আমাদের হোটেল, টিম ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে যে এই টুপি কতটা বিশেষ। আজীবন এটা সঙ্গে থাকবে।’ সিডনি টেস্টের আগে মেলবোর্নে গত ২৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। বক্সিং ডে টেস্ট শেষে মেলবোর্ন থেকে কান্টাস এয়ারলাইনসের মালবাহীতে অস্ট্রেলিয়ার ব্যাগ পাঠানো হয় সিডনিতে। সেখান থেকে কোয়ে ওয়েস্ট হোটেল পাঠানো হয় পুরো অস্ট্রেলিয়া দলের ব্যাকপ্যাক। হোটেলে এসে ওয়ার্নার দেখেন নিজের ব্যাকপ্যাক নেই। তখন নিজের হারিয়ে যাওয়া ব্যাকপ্যাক নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকেই ছিল দুটি ব্যাগি গ্রিন, যা অবশেষে খুঁজে পাওয়া গেছে। তবে কীভাবে খুঁজে পাওয়া গেছে, তা এখনো জানা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘যে ব্যাগে জিনিসগুলো ছিল, তা খুঁজে পাওয়া গেছে টিম হোটেলে। ব্যাগের ভেতরের জিনিসগুলো ঠিকঠাক আছে। যদিও নিখোঁজ ব্যাগটি কোথায় কোথায় গিয়েছে, তা এখনো জানা যায়নি। যদিও অনেক খোঁজাখুঁজি হয়েছে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। মঙ্গলবার থেকে তা খোঁজা হয়েছে।’
খুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
১৭ মিনিট আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ ঘণ্টা আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২ ঘণ্টা আগে