লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জেতাতে পারেনি জো রুটের দুর্দান্ত পারফরম্যান্সও। শেষ দিনের রোমাঞ্চে ভারতের কাছে ইংলিশরা হেরেছে ১৫১ রানে। দলের ব্যাটিং লাইনআপকে একাই টেনেছেন রুট। তবুও অধিনায়ক হিসেবে হারের দায় নিজের কাঁধে নিতে একটু পিছপা হননি রুট। এই টেস্টে অবশ্য একটি অন্যরকম রেকর্ডেও নাম তুলেছেন তিনি।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন রুট। দুর্দান্ত ইনিংসটির পথে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন তিনি। এক ইনিংসে দুইবার হ্যাটট্রিক বল সামলানোর ঘটনা খুবই বিরল। এমনই বিরল যে, রুটকে নিয়ে এ ঘটনা ক্রিকেট দেখেছে মাত্র দুইবার।
রুটের আগে প্রথমবার এক ইনিংসে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৪ সালে ভারতের বিপক্ষে ৬০ রানের ইনিংসের পথে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কাকতালীয় ব্যাপার হচ্ছে, রুট-আশরাফুলের দুটো ইনিংসই ছিল দলের প্রথম ইনিংসে।
ভারতের বিপক্ষে সেই টেস্টে ইনিংসের নবম ওভারে ইরফান পাঠানের পরপর দুই বলে আউট হন ওপেনার নাফীস ইকবাল আর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে নামা রাজিল সালেহ। এরপর ব্যাটিংয়ে নেমেই ইরফানের প্রথম বলের সামনে পড়েন আশরাফুল। ৩৭তম ওভারে আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। তখন অবশ্য ৮১ বলে ৩৬ রান করে উইকেটে থিতু ছিলেন আশরাফুল। এবার পরপর দুই বলে মানজারুল ইসলাম রানা আর মুশফিকুর রহিমের বিদায়ের পর অফ স্পিনার হরভজন সিংয়ের বল সামলান আশরাফুল।
আশরাফুলের মতো রুটের ক্ষেত্রেও কাকতালীয় ব্যাপার হচ্ছে, কোনো বল খেলার আগেই হ্যাটট্রিক বলের সামনে পড়েন তিনি। কাল ইংল্যান্ড ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ সিরাজের পরপর দুই বলে আউট হন ওপেনার ডম সিবলি আর তিন নম্বর ব্যাটসম্যান হাসিব হামিদ। এরপর হ্যাটট্রিক বলটা সামলান রুট। ১৮০ রানের ইনিংসের পথে আরেকবার রুট হ্যাটট্রিক বল সামলান ১১১তম ওভারে। ইশান্ত শর্মার পরপর দুই বলে বিদায় নেন দুই বাঁহাতি ব্যাটসম্যান মঈন আলী আর স্যাম কারান। পরের ওভারে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বল সামলান রুট।
লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জেতাতে পারেনি জো রুটের দুর্দান্ত পারফরম্যান্সও। শেষ দিনের রোমাঞ্চে ভারতের কাছে ইংলিশরা হেরেছে ১৫১ রানে। দলের ব্যাটিং লাইনআপকে একাই টেনেছেন রুট। তবুও অধিনায়ক হিসেবে হারের দায় নিজের কাঁধে নিতে একটু পিছপা হননি রুট। এই টেস্টে অবশ্য একটি অন্যরকম রেকর্ডেও নাম তুলেছেন তিনি।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন রুট। দুর্দান্ত ইনিংসটির পথে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন তিনি। এক ইনিংসে দুইবার হ্যাটট্রিক বল সামলানোর ঘটনা খুবই বিরল। এমনই বিরল যে, রুটকে নিয়ে এ ঘটনা ক্রিকেট দেখেছে মাত্র দুইবার।
রুটের আগে প্রথমবার এক ইনিংসে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৪ সালে ভারতের বিপক্ষে ৬০ রানের ইনিংসের পথে দুইবার হ্যাটট্রিক বল সামলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কাকতালীয় ব্যাপার হচ্ছে, রুট-আশরাফুলের দুটো ইনিংসই ছিল দলের প্রথম ইনিংসে।
ভারতের বিপক্ষে সেই টেস্টে ইনিংসের নবম ওভারে ইরফান পাঠানের পরপর দুই বলে আউট হন ওপেনার নাফীস ইকবাল আর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে নামা রাজিল সালেহ। এরপর ব্যাটিংয়ে নেমেই ইরফানের প্রথম বলের সামনে পড়েন আশরাফুল। ৩৭তম ওভারে আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। তখন অবশ্য ৮১ বলে ৩৬ রান করে উইকেটে থিতু ছিলেন আশরাফুল। এবার পরপর দুই বলে মানজারুল ইসলাম রানা আর মুশফিকুর রহিমের বিদায়ের পর অফ স্পিনার হরভজন সিংয়ের বল সামলান আশরাফুল।
আশরাফুলের মতো রুটের ক্ষেত্রেও কাকতালীয় ব্যাপার হচ্ছে, কোনো বল খেলার আগেই হ্যাটট্রিক বলের সামনে পড়েন তিনি। কাল ইংল্যান্ড ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ সিরাজের পরপর দুই বলে আউট হন ওপেনার ডম সিবলি আর তিন নম্বর ব্যাটসম্যান হাসিব হামিদ। এরপর হ্যাটট্রিক বলটা সামলান রুট। ১৮০ রানের ইনিংসের পথে আরেকবার রুট হ্যাটট্রিক বল সামলান ১১১তম ওভারে। ইশান্ত শর্মার পরপর দুই বলে বিদায় নেন দুই বাঁহাতি ব্যাটসম্যান মঈন আলী আর স্যাম কারান। পরের ওভারে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বল সামলান রুট।
ফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
৪১ মিনিট আগেঘরের মাঠে গত সপ্তাহে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে যে জিতবে, সেই কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ইন্টার-বার্সা ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেসিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরই নাহিদ রানা উড়াল দিয়েছেন পাকিস্তানে। সেই টেস্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো তাঁর অভিষেক হয়নি। রানাকে দেখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সেটা যে ফুরোচ্ছেই না।
২ ঘণ্টা আগেটেস্ট আর টি-টোয়েন্টি সংস্করণ এখনো বাংলাদেশ দলের কাছে বিরাট এক ‘গোলকধাঁধা’। যে ওয়ানডে সংস্করণে লাল-সবুজের দল ২০১৫ বিশ্বকাপ থেকে নিজেদের অন্যভাবে চিনিয়েছিল, সেটিতেও বিরাট অধঃপতন ঘটেছে শান্তদের। কাল আইসিসির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে আগের মতো ৯ নম্বরে থাকলেও
২ ঘণ্টা আগে