Ajker Patrika

পিএসএল থাকায় বাংলাদেশ সিরিজে নেই হেলস

পিএসএল থাকায় বাংলাদেশ সিরিজে নেই হেলস

আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই যেন প্রাধান্য দিলেন অ্যালেক্স হেলস। বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন ইংল্যান্ডের এই ব্যাটার।

ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, মার্চে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে থাকছেন না হেলস। এই সময়ে তিনি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএল খেলবেন। ডিসেম্বরে পিএসএলের ড্রাফটে প্ল্যাটিনাম ক্যাটেগরিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। পিএসএল খেলে ১ লাখ ৪৫ হাজার পাউন্ড (বাংলাদেশি ১ কোটি ৯০ লাখ টাকা) আয় করবেন ইংল্যান্ডের এই ব্যাটার। 

১ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এই দুই দল। আর অষ্টম পিএসএল শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারী। টুর্নামেন্ট শেষ হবে ১৯ মার্চ।

২০১১ থেকে ২০১৯ পর্যন্ত টানা আট বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন হেলস। এরপর তিন বছরের মতো বাইরে ছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। আর জনি বেয়ারস্টোর চোটে হেলস সুযোগ পেয়ে যান ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। ৪২.৪০ গড়ে দুই ফিফটিতে ২১২ রান করেছিলেন হেলস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত