নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে মোহাম্মদ সাইফউদ্দিন। সম্প্রতি লন্ডনে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এখন অনুশীলনে ফিরেছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন সাইফউদ্দিন। গত ৩-৪ মাসে চোটের সঙ্গে লড়াই নিয়ে তিনি জানালেন, ‘মানুষের জীবনে কখন কী ঘটে বলা মুশকিল। গত ৩-৪ মাস পিঠের চোট নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পুনর্বাসন শেষ করে এখন ঠিক হয়েছি। ফেনী থেকে আসার আগে সিঁড়ি দিয়ে হাঁটছিলাম অন্যমনস্ক হয়ে, কাঁধে একটু ব্যথা লাগে। এখন একটু ভালো। আমরা পেস বোলার যারা আছি, ছোট কোনো ভুলের কারণে চোটে পড়ে যেতে পারি।’
আপাতত সাইফউদ্দিনের ভাবনায় নেই জাতীয় দল। তবে চোটে থাকার সময় জাতীয় দলের কোচরা খবর রাখেনি বলে জানিয়েছেন তিনি, ‘এখন আমি জাতীয় দলে নেই। জাতীয় দল নিয়ে তাই ভাবছিও না। যখন ফিরব তখন ভাবব। গত পাঁচ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে, আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব।’
এ মাসে শুরু হওয়া ডিপিএলে আবাহনীতে খেলবেন সাইফউদ্দিন। তাঁর ভাবনাজুড়ে তাই এখন শুধু আবাহনী। ফিট থেকে ভালো কিছু করতে চান জানিয়ে তিনি বলেছেন, ‘আপাতত লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। পারফরম্যান্স এবং চোটের ওপর কারও হাত নেই। কেউ জোর গলায় বলতে পারবেন না, চোটে পড়ব না। ফেরার জন্য প্রক্রিয়া ঠিক রাখতে হবে। বাকিটা ভাগ্যের হাতে। ইনজুরির জন্য ৭-৮ মাস মাঠের বাইরে ছিলাম। আবার আসবে না এটা কেউ বলতে পারবে না।’
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে মোহাম্মদ সাইফউদ্দিন। সম্প্রতি লন্ডনে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এখন অনুশীলনে ফিরেছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন সাইফউদ্দিন। গত ৩-৪ মাসে চোটের সঙ্গে লড়াই নিয়ে তিনি জানালেন, ‘মানুষের জীবনে কখন কী ঘটে বলা মুশকিল। গত ৩-৪ মাস পিঠের চোট নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পুনর্বাসন শেষ করে এখন ঠিক হয়েছি। ফেনী থেকে আসার আগে সিঁড়ি দিয়ে হাঁটছিলাম অন্যমনস্ক হয়ে, কাঁধে একটু ব্যথা লাগে। এখন একটু ভালো। আমরা পেস বোলার যারা আছি, ছোট কোনো ভুলের কারণে চোটে পড়ে যেতে পারি।’
আপাতত সাইফউদ্দিনের ভাবনায় নেই জাতীয় দল। তবে চোটে থাকার সময় জাতীয় দলের কোচরা খবর রাখেনি বলে জানিয়েছেন তিনি, ‘এখন আমি জাতীয় দলে নেই। জাতীয় দল নিয়ে তাই ভাবছিও না। যখন ফিরব তখন ভাবব। গত পাঁচ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে, আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব।’
এ মাসে শুরু হওয়া ডিপিএলে আবাহনীতে খেলবেন সাইফউদ্দিন। তাঁর ভাবনাজুড়ে তাই এখন শুধু আবাহনী। ফিট থেকে ভালো কিছু করতে চান জানিয়ে তিনি বলেছেন, ‘আপাতত লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। পারফরম্যান্স এবং চোটের ওপর কারও হাত নেই। কেউ জোর গলায় বলতে পারবেন না, চোটে পড়ব না। ফেরার জন্য প্রক্রিয়া ঠিক রাখতে হবে। বাকিটা ভাগ্যের হাতে। ইনজুরির জন্য ৭-৮ মাস মাঠের বাইরে ছিলাম। আবার আসবে না এটা কেউ বলতে পারবে না।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে