রূপকথার গল্প সাজিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। সুপার এইটে বাংলাদেশকে ৮ রানে হারিয়েই শেষ চারে পা রাখে তারা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। বিশেষ করে আফগান অলরাউন্ডারের পেশিতে অনাকাঙ্খিত ‘টান’ নিয়ে কম কথা হয়নি। আসলেই তা চোট ছিল নাকি অভিনয়, তা নিয়ে প্রশ্ন ওঠে এখনো।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে মজার ছলেই সেই ঘটনাটি নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে গুলবাদিন বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমার কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু লোকে সেটাকে বড় ইস্যু বানিয়েছে। আমার জন্য ভালোই হয়েছে তা। ম্যাচশেষে অনেক তারকা অভিনেতা আমাকে বার্তা পাঠিয়েছিল। সবাই বলছিল, আমি হলিউডে কাজ করতে পারি।’
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইনিংসের ১২ তম ওভারে নেমেছিল বৃষ্টি। সেই ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত বোলার নুর আহমেদ। এমন সময় প্রথম স্লিপে দাঁড়ানো গুলবাদিন হঠাৎ নিজের পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাত-পা ছেড়ে শুয়ে পড়েন। বৃষ্টি ঝেঁপে নামার জন্যই যেন সময় নষ্ট করছিলেন তিনি!
গুলবাদিনের কাণ্ড দেখে বৃষ্টিবাগড়ায় ড্রেসিংরুমে ফেরার সময় নবীকে ভেংচি কেটে দেখান। নবী অবশ্য তাঁকে (লিটন) বোঝাতে চান, বিষয়টি নিয়ে মজা করার কিছু নেই ৷ গুলবাদিন যে অভিনয় করেছিলেন, সেটি তিনি বৃষ্টির পর বোলিংয়ে এলেই বোঝা গেছে ৷ বিষয়টি অবশ্য রশিদ খানের ভালো লাগেনি, সেটি তিনি তাঁর অধিনায়ককে মুহূর্তেই বুঝিয়ে দেন।
সেই ম্যাচে ছিলেন আফগান ওপেনাররা রহমানউল্লাহ গুরবাজও। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই, সত্যিই চোট ছিল নাকি অভিনয়। সেটা আসলে ক্র্যাম্প ছিল তাই না? গুলবাদিন বলেছেন ক্র্যাম্প হয়েছিল তাঁর। আমরা কেউই নিশ্চিত নই। লোকে এ নিয়ে মজা নিচ্ছে। হয়তো তিনি চোটই পেয়েছিলেন। কারণ এটা তাঁর শরীর। আমরা কিছু জানি না। কিছুটা অভিনয়ও হতে পারে। মাঝেমধ্যে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ছাড়াও দলের প্রয়োজন পড়ে আপনার।’
গুরবাজ আরও বলেন, ‘মজার বিষয় হলো, ক্র্যাম্প হওয়ার ৩-৪ মিনিট পর গুলবাদিন বাকি সবার চেয়ে দ্রুতগতিতে দৌড়াচ্ছিলেন। এ এক আশ্চর্যজনক ঘটনা। আমিও সেই একই চিকিৎসকের কাছে যেতে চাই। আমারও চোট পেয়েছিল, কিন্তু আমাদের চিকিৎসক ছিলেন তিনি আমাকে দৌড়ানোর জন্য তৈরি করতে পারেননি।’
রূপকথার গল্প সাজিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। সুপার এইটে বাংলাদেশকে ৮ রানে হারিয়েই শেষ চারে পা রাখে তারা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। বিশেষ করে আফগান অলরাউন্ডারের পেশিতে অনাকাঙ্খিত ‘টান’ নিয়ে কম কথা হয়নি। আসলেই তা চোট ছিল নাকি অভিনয়, তা নিয়ে প্রশ্ন ওঠে এখনো।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে মজার ছলেই সেই ঘটনাটি নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে গুলবাদিন বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমার কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু লোকে সেটাকে বড় ইস্যু বানিয়েছে। আমার জন্য ভালোই হয়েছে তা। ম্যাচশেষে অনেক তারকা অভিনেতা আমাকে বার্তা পাঠিয়েছিল। সবাই বলছিল, আমি হলিউডে কাজ করতে পারি।’
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইনিংসের ১২ তম ওভারে নেমেছিল বৃষ্টি। সেই ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত বোলার নুর আহমেদ। এমন সময় প্রথম স্লিপে দাঁড়ানো গুলবাদিন হঠাৎ নিজের পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাত-পা ছেড়ে শুয়ে পড়েন। বৃষ্টি ঝেঁপে নামার জন্যই যেন সময় নষ্ট করছিলেন তিনি!
গুলবাদিনের কাণ্ড দেখে বৃষ্টিবাগড়ায় ড্রেসিংরুমে ফেরার সময় নবীকে ভেংচি কেটে দেখান। নবী অবশ্য তাঁকে (লিটন) বোঝাতে চান, বিষয়টি নিয়ে মজা করার কিছু নেই ৷ গুলবাদিন যে অভিনয় করেছিলেন, সেটি তিনি বৃষ্টির পর বোলিংয়ে এলেই বোঝা গেছে ৷ বিষয়টি অবশ্য রশিদ খানের ভালো লাগেনি, সেটি তিনি তাঁর অধিনায়ককে মুহূর্তেই বুঝিয়ে দেন।
সেই ম্যাচে ছিলেন আফগান ওপেনাররা রহমানউল্লাহ গুরবাজও। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই, সত্যিই চোট ছিল নাকি অভিনয়। সেটা আসলে ক্র্যাম্প ছিল তাই না? গুলবাদিন বলেছেন ক্র্যাম্প হয়েছিল তাঁর। আমরা কেউই নিশ্চিত নই। লোকে এ নিয়ে মজা নিচ্ছে। হয়তো তিনি চোটই পেয়েছিলেন। কারণ এটা তাঁর শরীর। আমরা কিছু জানি না। কিছুটা অভিনয়ও হতে পারে। মাঝেমধ্যে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ছাড়াও দলের প্রয়োজন পড়ে আপনার।’
গুরবাজ আরও বলেন, ‘মজার বিষয় হলো, ক্র্যাম্প হওয়ার ৩-৪ মিনিট পর গুলবাদিন বাকি সবার চেয়ে দ্রুতগতিতে দৌড়াচ্ছিলেন। এ এক আশ্চর্যজনক ঘটনা। আমিও সেই একই চিকিৎসকের কাছে যেতে চাই। আমারও চোট পেয়েছিল, কিন্তু আমাদের চিকিৎসক ছিলেন তিনি আমাকে দৌড়ানোর জন্য তৈরি করতে পারেননি।’
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে