রূপকথার গল্প সাজিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। সুপার এইটে বাংলাদেশকে ৮ রানে হারিয়েই শেষ চারে পা রাখে তারা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। বিশেষ করে আফগান অলরাউন্ডারের পেশিতে অনাকাঙ্খিত ‘টান’ নিয়ে কম কথা হয়নি। আসলেই তা চোট ছিল নাকি অভিনয়, তা নিয়ে প্রশ্ন ওঠে এখনো।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে মজার ছলেই সেই ঘটনাটি নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে গুলবাদিন বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমার কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু লোকে সেটাকে বড় ইস্যু বানিয়েছে। আমার জন্য ভালোই হয়েছে তা। ম্যাচশেষে অনেক তারকা অভিনেতা আমাকে বার্তা পাঠিয়েছিল। সবাই বলছিল, আমি হলিউডে কাজ করতে পারি।’
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইনিংসের ১২ তম ওভারে নেমেছিল বৃষ্টি। সেই ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত বোলার নুর আহমেদ। এমন সময় প্রথম স্লিপে দাঁড়ানো গুলবাদিন হঠাৎ নিজের পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাত-পা ছেড়ে শুয়ে পড়েন। বৃষ্টি ঝেঁপে নামার জন্যই যেন সময় নষ্ট করছিলেন তিনি!
গুলবাদিনের কাণ্ড দেখে বৃষ্টিবাগড়ায় ড্রেসিংরুমে ফেরার সময় নবীকে ভেংচি কেটে দেখান। নবী অবশ্য তাঁকে (লিটন) বোঝাতে চান, বিষয়টি নিয়ে মজা করার কিছু নেই ৷ গুলবাদিন যে অভিনয় করেছিলেন, সেটি তিনি বৃষ্টির পর বোলিংয়ে এলেই বোঝা গেছে ৷ বিষয়টি অবশ্য রশিদ খানের ভালো লাগেনি, সেটি তিনি তাঁর অধিনায়ককে মুহূর্তেই বুঝিয়ে দেন।
সেই ম্যাচে ছিলেন আফগান ওপেনাররা রহমানউল্লাহ গুরবাজও। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই, সত্যিই চোট ছিল নাকি অভিনয়। সেটা আসলে ক্র্যাম্প ছিল তাই না? গুলবাদিন বলেছেন ক্র্যাম্প হয়েছিল তাঁর। আমরা কেউই নিশ্চিত নই। লোকে এ নিয়ে মজা নিচ্ছে। হয়তো তিনি চোটই পেয়েছিলেন। কারণ এটা তাঁর শরীর। আমরা কিছু জানি না। কিছুটা অভিনয়ও হতে পারে। মাঝেমধ্যে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ছাড়াও দলের প্রয়োজন পড়ে আপনার।’
গুরবাজ আরও বলেন, ‘মজার বিষয় হলো, ক্র্যাম্প হওয়ার ৩-৪ মিনিট পর গুলবাদিন বাকি সবার চেয়ে দ্রুতগতিতে দৌড়াচ্ছিলেন। এ এক আশ্চর্যজনক ঘটনা। আমিও সেই একই চিকিৎসকের কাছে যেতে চাই। আমারও চোট পেয়েছিল, কিন্তু আমাদের চিকিৎসক ছিলেন তিনি আমাকে দৌড়ানোর জন্য তৈরি করতে পারেননি।’
রূপকথার গল্প সাজিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। সুপার এইটে বাংলাদেশকে ৮ রানে হারিয়েই শেষ চারে পা রাখে তারা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। বিশেষ করে আফগান অলরাউন্ডারের পেশিতে অনাকাঙ্খিত ‘টান’ নিয়ে কম কথা হয়নি। আসলেই তা চোট ছিল নাকি অভিনয়, তা নিয়ে প্রশ্ন ওঠে এখনো।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে মজার ছলেই সেই ঘটনাটি নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে গুলবাদিন বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমার কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু লোকে সেটাকে বড় ইস্যু বানিয়েছে। আমার জন্য ভালোই হয়েছে তা। ম্যাচশেষে অনেক তারকা অভিনেতা আমাকে বার্তা পাঠিয়েছিল। সবাই বলছিল, আমি হলিউডে কাজ করতে পারি।’
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইনিংসের ১২ তম ওভারে নেমেছিল বৃষ্টি। সেই ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত বোলার নুর আহমেদ। এমন সময় প্রথম স্লিপে দাঁড়ানো গুলবাদিন হঠাৎ নিজের পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাত-পা ছেড়ে শুয়ে পড়েন। বৃষ্টি ঝেঁপে নামার জন্যই যেন সময় নষ্ট করছিলেন তিনি!
গুলবাদিনের কাণ্ড দেখে বৃষ্টিবাগড়ায় ড্রেসিংরুমে ফেরার সময় নবীকে ভেংচি কেটে দেখান। নবী অবশ্য তাঁকে (লিটন) বোঝাতে চান, বিষয়টি নিয়ে মজা করার কিছু নেই ৷ গুলবাদিন যে অভিনয় করেছিলেন, সেটি তিনি বৃষ্টির পর বোলিংয়ে এলেই বোঝা গেছে ৷ বিষয়টি অবশ্য রশিদ খানের ভালো লাগেনি, সেটি তিনি তাঁর অধিনায়ককে মুহূর্তেই বুঝিয়ে দেন।
সেই ম্যাচে ছিলেন আফগান ওপেনাররা রহমানউল্লাহ গুরবাজও। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই, সত্যিই চোট ছিল নাকি অভিনয়। সেটা আসলে ক্র্যাম্প ছিল তাই না? গুলবাদিন বলেছেন ক্র্যাম্প হয়েছিল তাঁর। আমরা কেউই নিশ্চিত নই। লোকে এ নিয়ে মজা নিচ্ছে। হয়তো তিনি চোটই পেয়েছিলেন। কারণ এটা তাঁর শরীর। আমরা কিছু জানি না। কিছুটা অভিনয়ও হতে পারে। মাঝেমধ্যে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ছাড়াও দলের প্রয়োজন পড়ে আপনার।’
গুরবাজ আরও বলেন, ‘মজার বিষয় হলো, ক্র্যাম্প হওয়ার ৩-৪ মিনিট পর গুলবাদিন বাকি সবার চেয়ে দ্রুতগতিতে দৌড়াচ্ছিলেন। এ এক আশ্চর্যজনক ঘটনা। আমিও সেই একই চিকিৎসকের কাছে যেতে চাই। আমারও চোট পেয়েছিল, কিন্তু আমাদের চিকিৎসক ছিলেন তিনি আমাকে দৌড়ানোর জন্য তৈরি করতে পারেননি।’
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৩৭ মিনিট আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২ ঘণ্টা আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
২ ঘণ্টা আগে