খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা জিতেছেন তামিম ইকবাল। তাই শিরোপার আনন্দটা তার কাছে নতুন কিছু নয়। আক্ষেপটা যাঁদের, তাঁদেরকেই শিরোপা উৎসর্গ করলেন এবারের বিপিএল জয়ী ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ভাগ করে দিলেন কৃতিত্বটাও।
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাঁকে।
তামিম কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন তাঁর অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক মঞ্চে ডেকে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিককে উদ্দেশ্য করে তামিম বলেছেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো বিপিএলের স্বাদ পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এর আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। শিরোপাটা তাই তাঁদেরকেই উৎসর্গ করেছেন তামিম, ‘এই শিরোপা আমি তাদের (মুশফিক-মাহমুদউল্লাহ) উৎসর্গ করছি। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’
খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা জিতেছেন তামিম ইকবাল। তাই শিরোপার আনন্দটা তার কাছে নতুন কিছু নয়। আক্ষেপটা যাঁদের, তাঁদেরকেই শিরোপা উৎসর্গ করলেন এবারের বিপিএল জয়ী ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ভাগ করে দিলেন কৃতিত্বটাও।
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাঁকে।
তামিম কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন তাঁর অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক মঞ্চে ডেকে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিককে উদ্দেশ্য করে তামিম বলেছেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো বিপিএলের স্বাদ পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এর আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। শিরোপাটা তাই তাঁদেরকেই উৎসর্গ করেছেন তামিম, ‘এই শিরোপা আমি তাদের (মুশফিক-মাহমুদউল্লাহ) উৎসর্গ করছি। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে