নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম ইকবালের আকস্মিক অবসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক সঙ্গে দুটি উত্তর খুঁজতে হচ্ছে এই মুহূর্তে। কে হবেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক। ওপেনার হিসেবে তামিমের বিকল্প হবেন কে।
এই আফগানিস্তান সিরিজে বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকে নেওয়া হয়েছে। তামিমের আকস্মিক অবসরে আক্ষরিক অর্থেই কপাল খুলতে যাচ্ছে নাঈমের। তবে যদি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের কথা চিন্তা করা হয়, সে ক্ষেত্রে শুধু নাঈম নয়, আরও অন্তত দুজন বিকল্প ওপেনার দেখতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে রনি তালুকদার কিংবা হঠাৎ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকারও থাকতে পারেন বিবেচনায়। আবার নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়ের মতো আক্রমণাত্মক ব্যাটারদেরও ব্যাটিং পজিশন বদলে যেতে পারে।
অধিনায়কত্বের জায়গায় যে দুটি নাম বেশি উচ্চারিত হচ্ছে—সাকিব আল হাসান ও লিটন দাস। লিটনকে যদি এই সিরিজের জন্য আপৎকালীন অধিনায়কত্ব দেওয়াও হয়, বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় মঞ্চে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকা বড় ভাবনার বিষয়। সে ক্ষেত্রে সাকিবের চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে বিসিবির হাতে নেই।
এমনিতে সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। দীর্ঘ অভিজ্ঞতা। সামনে থেকে নেতৃত্বও দিতে জানেন। প্রশ্ন হচ্ছে, সাকিবকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন কি না। অবশ্য সাকিবের কাছে এটা অনেক বড় সুযোগ। ২০২৩ বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। সেই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি লুফে নিতেই পারেন। তবে সব প্রশ্নের উত্তর জানতে আর কয়েক ঘণ্টা।
এ বিষয়ে আজ রাতে জরুরি বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। রাত ১১টায় সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
তামিম ইকবালের আকস্মিক অবসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক সঙ্গে দুটি উত্তর খুঁজতে হচ্ছে এই মুহূর্তে। কে হবেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক। ওপেনার হিসেবে তামিমের বিকল্প হবেন কে।
এই আফগানিস্তান সিরিজে বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকে নেওয়া হয়েছে। তামিমের আকস্মিক অবসরে আক্ষরিক অর্থেই কপাল খুলতে যাচ্ছে নাঈমের। তবে যদি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের কথা চিন্তা করা হয়, সে ক্ষেত্রে শুধু নাঈম নয়, আরও অন্তত দুজন বিকল্প ওপেনার দেখতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে রনি তালুকদার কিংবা হঠাৎ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকারও থাকতে পারেন বিবেচনায়। আবার নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়ের মতো আক্রমণাত্মক ব্যাটারদেরও ব্যাটিং পজিশন বদলে যেতে পারে।
অধিনায়কত্বের জায়গায় যে দুটি নাম বেশি উচ্চারিত হচ্ছে—সাকিব আল হাসান ও লিটন দাস। লিটনকে যদি এই সিরিজের জন্য আপৎকালীন অধিনায়কত্ব দেওয়াও হয়, বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় মঞ্চে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকা বড় ভাবনার বিষয়। সে ক্ষেত্রে সাকিবের চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে বিসিবির হাতে নেই।
এমনিতে সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। দীর্ঘ অভিজ্ঞতা। সামনে থেকে নেতৃত্বও দিতে জানেন। প্রশ্ন হচ্ছে, সাকিবকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন কি না। অবশ্য সাকিবের কাছে এটা অনেক বড় সুযোগ। ২০২৩ বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। সেই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি লুফে নিতেই পারেন। তবে সব প্রশ্নের উত্তর জানতে আর কয়েক ঘণ্টা।
এ বিষয়ে আজ রাতে জরুরি বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। রাত ১১টায় সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৭ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৮ ঘণ্টা আগে