Ajker Patrika

ভারতকে এগিয়ে নিচ্ছেন কোহলি

আপডেট : ২২ জুন ২০২১, ১৪: ৫৬
ভারতকে এগিয়ে নিচ্ছেন কোহলি

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিবাধায়। আজও বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে বৃষ্টি বাধা পেরিয়ে দিনের খেলা শুরু হলেও নতুন করে বাগড়া দেয় আলোকস্বল্পতা। দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিচ্ছেন বিরাট কোহলি। ৬২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে ফেলেছে ভারত। কোহলি অপরাজিত আছেন ৪০ রানে। তাঁকে সঙ্গ দিচ্ছেন আজিঙ্কা রাহানে (২৮*)।

বৃষ্টির কারণে আজ দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের ২০ মিনিট পর খেলা শুরু হয়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে এ নিয়ে ৩৭ টেস্টের ২০টিতেই টস জিতেছেন উইলিয়ামসন। ২০ টেস্টের ১৫টিতে প্রতিপক্ষকে ফিল্ডিংয়ে করতে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এর ১০টিতেই জিতেছে নিউজিল্যান্ড। বৃষ্টিভেজা উইকেটের সুবিধা নিতে একাদশে একজন স্পিনারও রাখেনি কিউইরা। শুরুতে টিম সাউদি-ট্রেন্ট বোল্টরা যতটা ভয়ংকর হবেন ভাবা হচ্ছিল ততটা হতে পারেননি। এলোমেলো লাইন–লেংথে বল করে খেই হারিয়েছেন।

অন্যদিকে ভেজা উইকেটে সাবলীল শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনেই দারুণ কিছু শট খেলেছেন উইকেটের দুই পাশে। তবে সময়ের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছেন নিল ওয়াগনার-কাইল জেমিসনরা। উইকেটও বের করে নিয়েছেন দ্রুতই। ৬২ রানের ওপেনিং জুটি ভাঙে রোহিতের বিদায়ে। জেমিনসনের বলে স্লিপে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা (৩৪)। তিন ওভার পর আরেক ওপেনার গিলকে (২৮) উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন বাঁহাতি পেসার ওয়াগনার। থিতু হওয়ার পর আউট হয়েছেন চেতেশ্বর পূজারাও। বোল্টের বলে এলবিডব্লিউ হওয়ার আগে পূজারা করেন ৮ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত