Ajker Patrika

বিতর্কে না জড়ানোর শর্তে পাকিস্তান দলে আমির 

বিতর্কে না জড়ানোর শর্তে পাকিস্তান দলে আমির 

পাকিস্তান জাতীয় দলের বাইরে মোহাম্মদ আমির রয়েছেন বহুদিন। ‘মানসিক অত্যাচারের’ কথা বলে আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালে বিদায় বলেছিলেন আমির। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জাতীয় দলে ফেরার সবুজ সংকেত পেয়েছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। শর্ত হিসেবে তাঁকে বিতর্কে না জড়ানোর পরামর্শ পিসিবির। 

পাকিস্তানের গণমাধ্যমে আমিরের ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। দেশটির সামা টিভির খবরে জানানো হয়েছে, আমিরের ম্যানেজারের সঙ্গে পিসিবির এক নির্বাচক যোগাযোগ করেছেন। আমিরকে ক্রিকেটে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে উল্টাপাল্টা কথা বলে বিতর্ক সৃষ্টি না করার পরামর্শ দেওয়া হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে। 

এর আগে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নাজাম শেঠিও আমিরের জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। শেঠি বলেছিলেন, ‘অবসর ফিরিয়ে নিয়ে মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে। ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ২০১০ সালে ম্যাচ পাতানোর দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞায় পর ২০১৬ সালে জাতীয় দলে ফেরেন আমির। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৭ ম্যাচে খেলে ২৫৯ উইকেট নেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন আমির। সম্প্রতি শেষ হওয়া পিএসএলে করাচি কিংসের হয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত