Ajker Patrika

এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না, সাংবাদিকদের বিজয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না, সাংবাদিকদের বিজয়

চট্টগ্রামে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ফিরেছেন সেঞ্চুরিবঞ্চিত হয়ে ১০ রান দূরে থেকে। বিজয়, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর ফিফটিতে প্রথম দিনে বিসিবি সবুজ রান করেছে ৫ উইকেটে ২২০ রান। বিসিবি লাল দলের তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। 

 ৯০ রান করা বিজয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন নেই ঘরোয়া ক্রিকেটে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও নিয়মিত রান করেছেন। লিগের সবশেষ ম্যাচটিতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। কিন্তু ১৩ বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। জাতীয় দলে থিতু না হওয়া প্রসঙ্গে বিজয়ের ব্যাখ্যা, ‘জাতীয় দলে খেলোয়াড়দের তো কারণ খোঁজার বিষয় নয়। খেলোয়াড়দের বিষয় হলো সে কতটা পারফর্ম করতে পারছে। যে ভালো খেলে সে জাতীয় দলে থাকতে পারে। দলের সমন্বয়ের কারণে বাইরে থাকতে পারে। একেক সময়ে একেক সংস্করণে খেলা, সে কারণে থাকতে পারে। টেস্ট অনেক দিন পর পর হয়। খেলোয়াড়দের আসলে খোঁজার কারণ নেই। খোঁজা উচিতও নয়।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে বিজয়ের উত্তর, ‘এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না। যারা নির্বাচক প্যানেলে আছেন, যে ওয়েতে আমরা জাতীয় দলে আসি, সেখানে করা উচিত। খেলোয়াড়ের হ্যাঁ বা না উত্তর থাকে না।’ 

তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। বললেন, ‘টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত