Ajker Patrika

অবশেষে সেই পুরস্কার দুটি পেলেন কোহলি

আপডেট : ০৩ জুন ২০২৪, ১৭: ৩৮
অবশেষে সেই পুরস্কার দুটি পেলেন কোহলি

ব্যাট হাতে ২০২৩ সালটা অসাধারণই কেটেছে বিরাট কোহলির। ওয়ানডে সংস্করণে ব্যাটের ঔজ্জ্বল্য ছিল একটু বেশি। রানের ফোয়ারায় স্বীকৃতি হিসেবে এ ভারতীয় ব্যাটার নির্বাচিত হন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার। সুযোগ পান বর্ষসেরা ওয়ানডে দলেও। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে আছেন কোহলি। সেখানেই তাঁকে ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি এবং বর্ষসেরা দলের বিশেষ ক্যাপ তুলে দিয়েছে আইসিসি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার তুলে দেওয়ার ছবিও পোস্ট করেছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে স্বীকৃতির পুরস্কার যেন কোহলির বাড়তি প্রেরণাও। আগামী পরশু আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে কোহলির সামনে উজ্জ্বল ২০২৩। গত বছর ২৭ ওয়ানডে ম্যাচ খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ২৪ ইনিংসে। এর মধ্যেই ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরির সৌজন্যে করেছেন ১৩৭৭ রান। ৯৯.১৩ স্ট্রাইকরেটের সঙ্গে নজরকাড়া গড় ৭২.৪৭। 

 ২০২৩ সালের বর্ষসেরা দলে সুযোগ পেয়ে স্বীকৃতি হিসেবে আইসিসির বিশেষ ক্যাপ মাথায় বিরাট কোহলি২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার পথে কোহলির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ১১ ইনিংসে করেছেন ৭৬৫ রান। বিশ্বকাপ ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডও এটি। ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই নিয়ে যান ফিফটিতে। শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ড ভেঙে নিজের নামের পাশে ৫০ সেঞ্চুরিও লেখান কোহলি। এবার তাঁর সামনে সুযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছন্দ ধরে রাখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত