Ajker Patrika

আইপিএলের শুরুতে সাকিবদের না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২১: ২৫
আইপিএলের শুরুতে সাকিবদের না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি 

আইপিএলের ১৬ তম পর্ব শুরু হচ্ছে আগামী ৩১ মার্চ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান আর লিটন দাসের খেলার কথা ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় আইপিএলের শুরুর দিকে বিসিবি ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দিতে আগের সিদ্ধান্তেই আছে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। কিন্তু একমাত্র টেস্ট ম্যাচটা শুরু ৪ এপ্রিল। মোস্তাফিজুর রহমান বিসিবির কেন্দ্রীয় চুক্তির টেস্ট সংস্করণে না থাকায় দিল্লির হয়ে খেলতে বাঁহাতি পেসার ভারতে চলে যেতে পারবেন টি-টোয়েন্টি সিরিজ খেলেই। কিন্তু টেস্টের লিডারশিপ গ্রুপে থাকা সাকিব-লিটনকে বিসিবি আইপিএলের শুরুতেই খেলতে অনুমতি দেবে কি না, সেটি এক প্রশ্ন ছিল। দুজনই এবার খেলবেন কলকাতার হয়ে। কলকাতার ম্যাচ শুরু ১ এপ্রিল। 

সাকিব-লিটনের এনওসি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ সিলেটে সাংবাদিকদের বলেছেন, ‘আইপিএলে নিলামে ওদের যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে তাদের কখন পাওয়া যাবে। আমরা ওদের (সময়) জানিয়ে দিয়ে দিয়েছি। এবং এটা জেনেই ওরা তাদের নিলামে নিয়েছে। এখন যদি পরিবর্তন হয় তাহলে জানাব। আমাদের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি এখানে। আমাদের যেটা ছিল তাই আছে।’ 

বাংলাদেশের ম্যাচ থাকলে ক্রিকেটারদের আইপিএল খেলতে দেবে কি না, এ বিষয়ে সাকিবদের কোনো সুযোগই দেখেন না পাপন। বিসিবি সভাপতি বললেন, ‘না থাকার (বাংলাদেশের খেলার সময় আইপিএল খেলা) আমি কোনো সুযোগই দেখি না। এইটা যদি এমন হতো, ওদের আমরা বলেছি যে ভেবে চিন্তে দেখতেও পারি, এরকম কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে, তাহলে সন্দেহ থাকত। আমরা তো পরিস্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। যদি সিদ্ধান্ত বদল হয়, জানাব। তবে এখনো আগের সিদ্ধান্তই আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত