সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কখনো বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছে তিনটি ফাইনাল। সবশেষ কয়েক বিশ্বকাপেই খেলেছে সেমিফাইনালে। কিন্তু এবার শেষ চারে খেলায় শঙ্কার মুখে কিউইরা।
নিউজিল্যান্ডের এখন সুপার এইটে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে, গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার পথে কিউইরা। শঙ্কাটা দূর করতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে কেন উইলিয়ামসদের। ‘সি’ গ্রুপে আফগানিস্তান ও উইন্ডিজ টানা দুই জয়ে কিউইদের পথটা বন্ধুর করে দিয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে হারলে আর বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও সুপার এইটের সুযোগ পাবে না নিউজিল্যান্ড। কিউইদের হারাতে পারলে উইন্ডিজের নিশ্চিত হবে নকআউট পর্ব। আফগানরা পরের ম্যাচের যেকোনো একটিতে জিতলেই চলবে। নিউজিল্যান্ডের তখন দর্শক হয়েই বিশ্বকাপ উপভোগ করতে হবে। তবে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামার কথা জানিয়েছেন লুক রনকি। গত শনিবার ত্রিনিদাদে কিউইদের ব্যাটিং কোচ বলেছেন, ‘তারা (উইন্ডিজ) টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য দল। যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তারা ঘরের মাঠে খেলবে। ত্রিনিদাদের বেশ কয়েকজন ক্রিকেটার তাদের দলে থাকায় ব্রায়ান লারা স্টেডিয়ামের কন্ডিশন জানা আছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে, কী করতে চাই। প্রথম ম্যাচের ভুলগুলো শোধরাতে চাই।’
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কখনো বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছে তিনটি ফাইনাল। সবশেষ কয়েক বিশ্বকাপেই খেলেছে সেমিফাইনালে। কিন্তু এবার শেষ চারে খেলায় শঙ্কার মুখে কিউইরা।
নিউজিল্যান্ডের এখন সুপার এইটে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে, গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার পথে কিউইরা। শঙ্কাটা দূর করতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে কেন উইলিয়ামসদের। ‘সি’ গ্রুপে আফগানিস্তান ও উইন্ডিজ টানা দুই জয়ে কিউইদের পথটা বন্ধুর করে দিয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে হারলে আর বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও সুপার এইটের সুযোগ পাবে না নিউজিল্যান্ড। কিউইদের হারাতে পারলে উইন্ডিজের নিশ্চিত হবে নকআউট পর্ব। আফগানরা পরের ম্যাচের যেকোনো একটিতে জিতলেই চলবে। নিউজিল্যান্ডের তখন দর্শক হয়েই বিশ্বকাপ উপভোগ করতে হবে। তবে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামার কথা জানিয়েছেন লুক রনকি। গত শনিবার ত্রিনিদাদে কিউইদের ব্যাটিং কোচ বলেছেন, ‘তারা (উইন্ডিজ) টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য দল। যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তারা ঘরের মাঠে খেলবে। ত্রিনিদাদের বেশ কয়েকজন ক্রিকেটার তাদের দলে থাকায় ব্রায়ান লারা স্টেডিয়ামের কন্ডিশন জানা আছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে, কী করতে চাই। প্রথম ম্যাচের ভুলগুলো শোধরাতে চাই।’
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১২ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৫ ঘণ্টা আগে