ক্যারিয়ারে ব্যাট হাতে অনেক বোলারেরই ঘুম কেড়ে নিয়েছিলেন গৌতম গম্ভীর। নিজে কাকে ভয় পেতেন তা নিজ মুখে জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার। তবে যাঁকে ভয় পেতেন তিনি কোনো বোলার নন, একজন ব্যাটার।
যাঁর ব্যাটিং তাণ্ডবে গম্ভীরের ঘুম হতো না রাতে, সেই ব্যাটার ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স কিংবা বিরাট কোহলি নন, তিনি হচ্ছেন রোহিত শর্মা। ভারতের বর্তমান অধিনায়ককে নাকি আটকানোর কোনো পরিকল্পনাই করতে পারতেন না তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করার সময় তাঁর সব পরিকল্পনা নাকি ভেস্তে দিতেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ‘হিটম্যান’ উপাধি পাওয়া রোহিত।
রোহিত সম্পর্কে স্টার স্পোর্টসে এমনটাই জানিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘রোহিত শর্মাই একমাত্র ব্যাটার যাকে আমি ভয় পেতাম। সেই একমাত্র ব্যাটার যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। না ক্রিস না এবি ডি ভিলিয়ার্স শুধুই রোহিত। রোহিত যখন ব্যাটিংয়ে থাকত তখন সব সময় আমাকে পরিকল্পনা ‘এ’, ‘বি’ কিংবা ‘সি’ সাজাতে হতো। তবে আমি মনে করি না তাকে কোনো কিছু আটকাতে পারে।’
কলকাতাকে ২০১২ এবং ২০১৪ আইপিএলের শিরোপা জেতানো অধিনায়ক গম্ভীর আরও জানিয়েছেন, রোহিত ছাড়া আর কোনো ব্যাটারের জন্য পরিকল্পনা সাজাতেন না তিনি। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আইপিএলে রোহিত শর্মা ছাড়া আর কোনো ব্যাটারের জন্যই পরিকল্পনা সাজাতাম না। এমন একটা সময় ছিল যখন মাঠের পরিস্থিত দেখার পর বলতাম পরিকল্পনা ‘এ’ ঠিক আছে। কিন্তু রোহিতের জন্য এক রাত আগ থেকেই চিন্তা করতাম, যদি এটা কাজ না করে তাহলে অন্য পরিকল্পনার সহায়তা নিতে হবে।’
ক্যারিয়ারে ব্যাট হাতে অনেক বোলারেরই ঘুম কেড়ে নিয়েছিলেন গৌতম গম্ভীর। নিজে কাকে ভয় পেতেন তা নিজ মুখে জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার। তবে যাঁকে ভয় পেতেন তিনি কোনো বোলার নন, একজন ব্যাটার।
যাঁর ব্যাটিং তাণ্ডবে গম্ভীরের ঘুম হতো না রাতে, সেই ব্যাটার ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স কিংবা বিরাট কোহলি নন, তিনি হচ্ছেন রোহিত শর্মা। ভারতের বর্তমান অধিনায়ককে নাকি আটকানোর কোনো পরিকল্পনাই করতে পারতেন না তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করার সময় তাঁর সব পরিকল্পনা নাকি ভেস্তে দিতেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ‘হিটম্যান’ উপাধি পাওয়া রোহিত।
রোহিত সম্পর্কে স্টার স্পোর্টসে এমনটাই জানিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘রোহিত শর্মাই একমাত্র ব্যাটার যাকে আমি ভয় পেতাম। সেই একমাত্র ব্যাটার যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। না ক্রিস না এবি ডি ভিলিয়ার্স শুধুই রোহিত। রোহিত যখন ব্যাটিংয়ে থাকত তখন সব সময় আমাকে পরিকল্পনা ‘এ’, ‘বি’ কিংবা ‘সি’ সাজাতে হতো। তবে আমি মনে করি না তাকে কোনো কিছু আটকাতে পারে।’
কলকাতাকে ২০১২ এবং ২০১৪ আইপিএলের শিরোপা জেতানো অধিনায়ক গম্ভীর আরও জানিয়েছেন, রোহিত ছাড়া আর কোনো ব্যাটারের জন্য পরিকল্পনা সাজাতেন না তিনি। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আইপিএলে রোহিত শর্মা ছাড়া আর কোনো ব্যাটারের জন্যই পরিকল্পনা সাজাতাম না। এমন একটা সময় ছিল যখন মাঠের পরিস্থিত দেখার পর বলতাম পরিকল্পনা ‘এ’ ঠিক আছে। কিন্তু রোহিতের জন্য এক রাত আগ থেকেই চিন্তা করতাম, যদি এটা কাজ না করে তাহলে অন্য পরিকল্পনার সহায়তা নিতে হবে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে