লঙ্কান ওপেনার নিশান মাদুশকার (৫৭) ব্যাট ছুঁয়ে স্লিপে মাহমুদুল হাসান জয়ের হাতে এসে পড়ল বল। কিন্তু দিনের শুরুতেই এমন সহজ ক্যাচ মুঠোবন্দী করতে পারেননি তিনি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পুরো দিনের চিত্রটাও যেন প্রতীয়মান এই একটি ক্যাচ মিসের মধ্যে।
এক বছর পর সাকিব আল হাসানকে সাদা পোশাকে দেখা গেলেও সফরকারী আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে স্বস্তি নিয়ে। ৪ উইকেটে করেছে ৩১৪ রান। লঙ্কানদের আক্ষেপ বলতে ওপেনার দিমুত করুনারত্নের (৮৬) ও উইকেটরক্ষক কুশল মেন্ডিসের (৯৩) সেঞ্চুরি মিস। আর বাংলাদেশের আক্ষেপ—তিন ক্যাচ, দুই রিভিউ খরচ।
শ্রীলঙ্কা দিনটা নিজেদের করে নিয়েছে তিন টপ অর্ডারের ধৈর্যশীল ব্যাটিংয়ে। দিনের প্রথম সেশনে উইকেট শূন্য থাকা বাংলাদেশ শেষ দুই সেশনে পেয়েছে দুটি করে উইকেট। তার মধ্যে দিনের শেষ দিকে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসকে (২৩) নিজের দ্বিতীয় শিকার বানান অভিষিক্ত পেসার হাসান মাহমুদ।
ক্যাচ হাতছাড়া করার পাশাপাশি প্রথম সেশনে বাংলাদেশের ফিল্ডিংয়ে ছিল আরও দুর্দশার চিত্র। ১৬ তম ওভারে করুনারত্নেকে রানআউট করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সময় পেয়েও স্টাম্পে বল ছোঁয়াতে পারেননি তিনি। আর বাউন্ডারি লাইনে এগিয়ে থাকা সাকিব বল হাতে নিয়েও অতিক্রম করলেন সীমানা!
ফিল্ডিং ও রিভিউ নিয়ে এমন দুর্দশা দেখে হতাশ বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই হতাশায় উগরে দিলেন তিনি, ‘আমরা সকালে সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা কাজে লাগাতে পারিনি। একই ঘটনা প্রথম টেস্টেও হয়েছিল। আমরা শুরুতে ৫ উইকেট তুলে নিলেও পরে ভালো করতে পারিনি। ক্যাচ ফেলে দেওয়াটা আমাদের বেশ ভোগাবে। আমার মনে হয় এখানে অনেকটা প্রথম টেস্টের মতোই ঘটনা ঘটছে। আমরা চাপ দিতে পারলেও লম্বা সময় ধরে পারছি না। ফলে আমাদের এখন দুর্দান্ত কিছু করতে হবে। আমাদের আরও লম্বা সময় ধরে দুর্দান্ত হতে হবে।’
কুশল মেন্ডিসের রিভিউ সম্পর্কে অ্যাডামসের মন্তব্য, ‘আমরা রিভিউর ব্যাপারে বেশ বাজে ছিলাম। ফলে আমাদের এখানে উন্নতি করার পদ্ধতিটা শিখতে হবে। অধিনায়ক, কিপারদের সঙ্গে আলোচনা করতে হবে। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে পদ্ধতির ব্যাপারে।’ ক্যাচ মিস নিয়েও হতাশা লুকাননি অ্যাডাম, ‘ক্রিকেটের যেকোনো খেলায় আপনি যদি ক্যাচ মিস করে থাকেন তাহলে তা আপনাকে ভোগাবে। বাংলাদেশে আসার পর থেকে আমি যা দেখেছি তাদের ফিল্ডিং অসাধারণ ছিল। গ্রাউন্ড ফিল্ডিং দুর্দান্ত, তারা দারুণ ফিট। দারুণ কিছু ক্যাচ আমরা নিয়েছি সেই সঙ্গে আবার কিছু ক্যাচ মিসও করেছি। বিশেষ করে শুরুর দিকে, ফলে এর মূল্য আমাদের চুকাতে হয়েছে। কেউই চায় না ক্যাচ মিস করতে। আমরা এটা নিয়ে কাজ করছি।’
লঙ্কান ওপেনার নিশান মাদুশকার (৫৭) ব্যাট ছুঁয়ে স্লিপে মাহমুদুল হাসান জয়ের হাতে এসে পড়ল বল। কিন্তু দিনের শুরুতেই এমন সহজ ক্যাচ মুঠোবন্দী করতে পারেননি তিনি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পুরো দিনের চিত্রটাও যেন প্রতীয়মান এই একটি ক্যাচ মিসের মধ্যে।
এক বছর পর সাকিব আল হাসানকে সাদা পোশাকে দেখা গেলেও সফরকারী আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে স্বস্তি নিয়ে। ৪ উইকেটে করেছে ৩১৪ রান। লঙ্কানদের আক্ষেপ বলতে ওপেনার দিমুত করুনারত্নের (৮৬) ও উইকেটরক্ষক কুশল মেন্ডিসের (৯৩) সেঞ্চুরি মিস। আর বাংলাদেশের আক্ষেপ—তিন ক্যাচ, দুই রিভিউ খরচ।
শ্রীলঙ্কা দিনটা নিজেদের করে নিয়েছে তিন টপ অর্ডারের ধৈর্যশীল ব্যাটিংয়ে। দিনের প্রথম সেশনে উইকেট শূন্য থাকা বাংলাদেশ শেষ দুই সেশনে পেয়েছে দুটি করে উইকেট। তার মধ্যে দিনের শেষ দিকে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসকে (২৩) নিজের দ্বিতীয় শিকার বানান অভিষিক্ত পেসার হাসান মাহমুদ।
ক্যাচ হাতছাড়া করার পাশাপাশি প্রথম সেশনে বাংলাদেশের ফিল্ডিংয়ে ছিল আরও দুর্দশার চিত্র। ১৬ তম ওভারে করুনারত্নেকে রানআউট করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সময় পেয়েও স্টাম্পে বল ছোঁয়াতে পারেননি তিনি। আর বাউন্ডারি লাইনে এগিয়ে থাকা সাকিব বল হাতে নিয়েও অতিক্রম করলেন সীমানা!
ফিল্ডিং ও রিভিউ নিয়ে এমন দুর্দশা দেখে হতাশ বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই হতাশায় উগরে দিলেন তিনি, ‘আমরা সকালে সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা কাজে লাগাতে পারিনি। একই ঘটনা প্রথম টেস্টেও হয়েছিল। আমরা শুরুতে ৫ উইকেট তুলে নিলেও পরে ভালো করতে পারিনি। ক্যাচ ফেলে দেওয়াটা আমাদের বেশ ভোগাবে। আমার মনে হয় এখানে অনেকটা প্রথম টেস্টের মতোই ঘটনা ঘটছে। আমরা চাপ দিতে পারলেও লম্বা সময় ধরে পারছি না। ফলে আমাদের এখন দুর্দান্ত কিছু করতে হবে। আমাদের আরও লম্বা সময় ধরে দুর্দান্ত হতে হবে।’
কুশল মেন্ডিসের রিভিউ সম্পর্কে অ্যাডামসের মন্তব্য, ‘আমরা রিভিউর ব্যাপারে বেশ বাজে ছিলাম। ফলে আমাদের এখানে উন্নতি করার পদ্ধতিটা শিখতে হবে। অধিনায়ক, কিপারদের সঙ্গে আলোচনা করতে হবে। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে পদ্ধতির ব্যাপারে।’ ক্যাচ মিস নিয়েও হতাশা লুকাননি অ্যাডাম, ‘ক্রিকেটের যেকোনো খেলায় আপনি যদি ক্যাচ মিস করে থাকেন তাহলে তা আপনাকে ভোগাবে। বাংলাদেশে আসার পর থেকে আমি যা দেখেছি তাদের ফিল্ডিং অসাধারণ ছিল। গ্রাউন্ড ফিল্ডিং দুর্দান্ত, তারা দারুণ ফিট। দারুণ কিছু ক্যাচ আমরা নিয়েছি সেই সঙ্গে আবার কিছু ক্যাচ মিসও করেছি। বিশেষ করে শুরুর দিকে, ফলে এর মূল্য আমাদের চুকাতে হয়েছে। কেউই চায় না ক্যাচ মিস করতে। আমরা এটা নিয়ে কাজ করছি।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৫ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে