এশিয়া কাপ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি এখনো। ভারত শুরু থেকেই জানিয়ে আসছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা খেলতে যাবে না। এমন পরিস্থিতিতে তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব রেখেছিল পাকিস্তান।
এতেও মন গলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করেছিল এশিয়ার বাকি তিন শক্তিশালী বোর্ড তাদের পাশে থাকবে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ততই পিসিবির আশা মিইয়ে যাচ্ছে। ফলে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে পিসিবি। এমনটি নিশ্চিত করেছে পিটিআই, যার প্রথম কোপটা পড়ল শ্রীলঙ্কার ওপরে। পাকিস্তানের সঙ্গে কিছু ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে না করে দিয়েছে পিসিবি। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, ‘শ্রীলঙ্কায় পরের মাসে কয়েকটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিসিবি। এতে করে দুই বোর্ডের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের উদাহরণ দেখা দিয়েছে।’
শ্রীলঙ্কার ওপর যে পাকিস্তান অসন্তুষ্ট, তা প্রস্তাব প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র। তিনি বলেছেন, ‘এটি স্পষ্ট যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর পিসিবি খুশি নয়, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানকে সহায়তা না করায়।’
পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট দুটির পরিবর্তে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলতে চেয়েছে এসএলসি। এবারের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের আগে নিজেদের আরও ভালো প্রস্তুতির জন্য পিসিবিকে এমন প্রস্তাব দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ক্ষুব্ধ হয়ে তাদের সেই প্রস্তাবে না করে দিয়েছে পিসিবি।
এশিয়া কাপ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি এখনো। ভারত শুরু থেকেই জানিয়ে আসছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা খেলতে যাবে না। এমন পরিস্থিতিতে তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব রেখেছিল পাকিস্তান।
এতেও মন গলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করেছিল এশিয়ার বাকি তিন শক্তিশালী বোর্ড তাদের পাশে থাকবে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ততই পিসিবির আশা মিইয়ে যাচ্ছে। ফলে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে পিসিবি। এমনটি নিশ্চিত করেছে পিটিআই, যার প্রথম কোপটা পড়ল শ্রীলঙ্কার ওপরে। পাকিস্তানের সঙ্গে কিছু ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে না করে দিয়েছে পিসিবি। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, ‘শ্রীলঙ্কায় পরের মাসে কয়েকটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিসিবি। এতে করে দুই বোর্ডের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের উদাহরণ দেখা দিয়েছে।’
শ্রীলঙ্কার ওপর যে পাকিস্তান অসন্তুষ্ট, তা প্রস্তাব প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র। তিনি বলেছেন, ‘এটি স্পষ্ট যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর পিসিবি খুশি নয়, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানকে সহায়তা না করায়।’
পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট দুটির পরিবর্তে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলতে চেয়েছে এসএলসি। এবারের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের আগে নিজেদের আরও ভালো প্রস্তুতির জন্য পিসিবিকে এমন প্রস্তাব দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ক্ষুব্ধ হয়ে তাদের সেই প্রস্তাবে না করে দিয়েছে পিসিবি।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২৮ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
১ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে