অসাধারণ, দুর্ধর্ষ—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং দেখে এসব বিশেষণ দিলে মোটেও বাড়াবাড়ি হবে না। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষ দলের ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষেফুল দেখছেন। তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমানরা উইকেট নিচ্ছেন পাল্লা দিয়ে।
রেকর্ড গড়তে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান আজ বেছে নিলেন নেপালকেই। তাদের রেকর্ড গড়ার দিনে সেন্ট ভিনসেন্টে আজ নেপালের ব্যাটিং লাইন-আপ দুমড়ে-মুচড়ে গেছে। তানজিম সাকিব ও ফিজ নিয়েছেন ৪ ও ৩ উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন ও ৭ রান করে দিয়েছেন। ২১ ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেওয়ার কীর্তি গড়েছেন তানজিম সাকিব। মোস্তাফিজ দিয়েছেন ২০ ডট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে ডটের হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিব ও ফিজের উইকেট এখন ৯ ও ৭। কিপ্টে বোলিংয়ের কারণে দুজনেই সেরা দশে উঠে এসেছেন। তিন ও সাতে অবস্থান করছেন তানজিম সাকিব ও মোস্তাফিজ। বাংলাদেশ সুপার এইটে আরও উইকেট নেওয়ার সুযোগ পাচ্ছেন এই দুই বোলার।
১২ উইকেট নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটশিকারী ফজলহক ফারুকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফারুকি করেছেন এবারের বিশ্বকাপে। তার দুর্দান্ত বোলিংই মূলত উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের বিশাল জয় পেতে দারুণ অবদান রেখেছে। তানজিম সাকিবের সমান ৯ উইকেট নিয়েছেন এনরিখ নরকীয়া ও অ্যাডাম জাম্পা। ইকোনমির কারণে নরকীয়া ও জাম্পা অবস্থান করছেন দুই ও চারে। নুয়ান থুসারা ও আলজারি জোসেফ নিয়েছেন ৮টি করে উইকেট। যেখানে শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠেছে। থুসারার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে জোসেফের।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী দশ বোলার |
|||
উইকেট |
ইকোনমি |
দল |
|
ফজলহক ফারুকি |
১২ |
৩.৭০ |
আফগানিস্তান |
এনরিখ নরকীয়া |
৯ |
৪.৩৭ |
দক্ষিণ আফ্রিকা |
তানজিম হাসান সাকিব |
৯ |
৪.৮০ |
বাংলাদেশ |
অ্যাডাম জাম্পা |
৯ |
৫.৮৭ |
অস্ট্রেলিয়া |
আলজারি জোসেফ |
৮ |
৫.৩৬ |
ওয়েস্ট ইন্ডিজ |
নুয়ান থুসারা |
৮ |
৫.৬২ |
শ্রীলঙ্কা |
মোস্তাফিজুর রহমান |
৭ |
৩.৩৭ |
বাংলাদেশ |
আকিল হোসেন |
৭ |
৩.৭২ |
ওয়েস্ট ইন্ডিজ |
ট্রেন্ট বোল্ট |
৭ |
৩.৭৫ |
নিউজিল্যান্ড |
মোহাম্মদ আমির |
৭ |
৪.৫০ |
পাকিস্তান |
*২০২৪ সালের ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত |
অসাধারণ, দুর্ধর্ষ—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং দেখে এসব বিশেষণ দিলে মোটেও বাড়াবাড়ি হবে না। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষ দলের ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষেফুল দেখছেন। তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমানরা উইকেট নিচ্ছেন পাল্লা দিয়ে।
রেকর্ড গড়তে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান আজ বেছে নিলেন নেপালকেই। তাদের রেকর্ড গড়ার দিনে সেন্ট ভিনসেন্টে আজ নেপালের ব্যাটিং লাইন-আপ দুমড়ে-মুচড়ে গেছে। তানজিম সাকিব ও ফিজ নিয়েছেন ৪ ও ৩ উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন ও ৭ রান করে দিয়েছেন। ২১ ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেওয়ার কীর্তি গড়েছেন তানজিম সাকিব। মোস্তাফিজ দিয়েছেন ২০ ডট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে ডটের হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিব ও ফিজের উইকেট এখন ৯ ও ৭। কিপ্টে বোলিংয়ের কারণে দুজনেই সেরা দশে উঠে এসেছেন। তিন ও সাতে অবস্থান করছেন তানজিম সাকিব ও মোস্তাফিজ। বাংলাদেশ সুপার এইটে আরও উইকেট নেওয়ার সুযোগ পাচ্ছেন এই দুই বোলার।
১২ উইকেট নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটশিকারী ফজলহক ফারুকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফারুকি করেছেন এবারের বিশ্বকাপে। তার দুর্দান্ত বোলিংই মূলত উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের বিশাল জয় পেতে দারুণ অবদান রেখেছে। তানজিম সাকিবের সমান ৯ উইকেট নিয়েছেন এনরিখ নরকীয়া ও অ্যাডাম জাম্পা। ইকোনমির কারণে নরকীয়া ও জাম্পা অবস্থান করছেন দুই ও চারে। নুয়ান থুসারা ও আলজারি জোসেফ নিয়েছেন ৮টি করে উইকেট। যেখানে শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠেছে। থুসারার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে জোসেফের।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী দশ বোলার | |||
উইকেট |
ইকোনমি |
দল | |
ফজলহক ফারুকি |
১২ |
৩.৭০ |
আফগানিস্তান |
এনরিখ নরকীয়া |
৯ |
৪.৩৭ |
দক্ষিণ আফ্রিকা |
তানজিম হাসান সাকিব |
৯ |
৪.৮০ |
বাংলাদেশ |
অ্যাডাম জাম্পা |
৯ |
৫.৮৭ |
অস্ট্রেলিয়া |
আলজারি জোসেফ |
৮ |
৫.৩৬ |
ওয়েস্ট ইন্ডিজ |
নুয়ান থুসারা |
৮ |
৫.৬২ |
শ্রীলঙ্কা |
মোস্তাফিজুর রহমান |
৭ |
৩.৩৭ |
বাংলাদেশ |
আকিল হোসেন |
৭ |
৩.৭২ |
ওয়েস্ট ইন্ডিজ |
ট্রেন্ট বোল্ট |
৭ |
৩.৭৫ |
নিউজিল্যান্ড |
মোহাম্মদ আমির |
৭ |
৪.৫০ |
পাকিস্তান |
*২০২৪ সালের ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত |
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৩৪ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে