Ajker Patrika

সকালে হেলিকপ্টারে বরিশালে সাকিব, বিকেলে ঢাকায় শুটিং 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮: ২০
সকালে হেলিকপ্টারে বরিশালে সাকিব, বিকেলে ঢাকায় শুটিং 

কানাডা ও শ্রীলঙ্কায় টানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন। এক মাসের বেশি সময় পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফিরেও এক দণ্ড বিশ্রাম নেই তাঁর। আজ সকালে চলে গেছেন বরিশালে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরেই সাকিব ব্যস্ত হয়ে পড়েছেন দূতিয়ালি–শুটিংয়ের কাজে।

আজ সকালে হেলিকপ্টারে বরিশালে গিয়ে সাকিব যোগ দেন একটি হাসপাতালের বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে। সেখানে গিয়ে বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ের স্বপ্নের কথা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে। 

ওষুধ বিতরণ ও রক্তদানের মতো কর্মসূচির প্রশংসা করে সাকিব বলেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আমার নিজের একটা ক্যানসার ফাউন্ডেশন আছে। এ রকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’ 

বরিশাল থেকে ফিরে রাজধানীর বনশ্রীতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সাকিব। শুটিংয়ের আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন নিজের ব্যস্ততা নিয়ে। খেলার ব্যস্ততা তো আছেই। মাসে দূতিয়ালি, বিজ্ঞাপন কেমন করা হয় তাঁর? এ নিয়ে সাকিবের উত্তর, ‘টানা অনেক শুটিংই করেছি। ১২-১৫টা শুটিং করার অভিজ্ঞতা তো আছেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। আসলে অত বেশি সময় নেই। এই অল্প সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করার পথ তো বের করাই লাগে। সময় ধরে ধরে আসলে কাজগুলো করতে হয়। একটু ব্যস্ততা থাকে। তবে ভালোই লাগে ব্যস্ততা।’ 

আপাতত পাঁচ দিন বাংলাদেশে আছেন সাকিব। আগামী রোববার এশিয়া কাপ খেলতে তাঁর দলের সঙ্গে রওনা দেওয়ার কথা শ্রীলঙ্কায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত