ক্রীড়া ডেস্ক
বেন কারানের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সৌজন্য সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। বেন কারানের ১১৮ ও ক্রেগ এরভিনের ফিফটিতে ৬৩ বল ও ৯ উইকেট হাতে রেখে সে লক্ষ্য অনায়াসে তাড়া করেছে জিম্বাবুয়ে।
তিন ম্যাচের সিরিজে দুই দলই প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে তিন ফিফটিতে ৬ উইকেটে ২৪০ রান তোলে আয়ারল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি। সপ্তম ওভারে রিচার্ড এনগারাভার বলে ১৭ রানে ফেরেন ওপেনার স্টার্লিং (৭)। দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবির্নি ও কার্টিস ক্যাম্ফার জুটি বড় করার চেষ্টা করেন। ১৪ তম ওভারে তিন নম্বরে নামা ক্যাম্ফারকে (১১) ফিরিয়ে ট্রেভর গোয়ান্ডু আইরিশদের কিছুটা চাপে ফেলেন।
তৃতীয় উইকেটে বালবির্নি ও হ্যারি টেক্টরের ৮৬ রানের জুটিতে শুরুর বিপর্যয় সামলে ওঠে আয়ারল্যান্ড। ৩৩ তম ওভারে বালবির্নিকে ফিরিয়ে জিম্বাবুয়েকে ব্রেক-থ্রু দেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। ৯৯ বলে ১ ছক্কা ও ৪টি চারে ৬৪ রান আসে তাঁর ব্যাট থেকে। দলীয় ১৫৯ রানে টেক্টরও (৮৪ বলে ৫১) ফেরেন ফিফটি করে।
বালবির্নি ও টেক্টর বলও হজম করেছেন বেশ। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে লরকান টাকার খেলেছেন ৫৪ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস। শেষ দিকে ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার। এনগারাভা ও গোয়ান্ডু ২টি করে উইকেট নেন।
২৪১ রানের লক্ষ্য তাড়য় নেমে ওপেনিং জুটিতে ব্রায়ান বেনেট ও কারান জয়ের ভিত গড়ে দেন জিম্বাবুয়ের। ১১৮ বলে ১২৪ রানে ভাঙে এ জুটি। ফিফটি থেকে ২ রান দূরে থেকে ২০ তম ওভারে গ্রামাহ হিউমের শিকার হন বেনেট (৪৮)। দ্বিতীয় উইকেটে কারান ও এরভিন বাকি কাজ সহজেই সারলেন। ১১৯ বলে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তাঁরা।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ১৩০ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন কারান। ইনিংসে ছিল ১৪টি চার। ৩ ছক্কা ও ৫টি চারে ৫৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন এরভিন। ম্যাচসেরা হয়েছেন বেন কারান। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও একমাত্র টেস্ট জিতেছিল আয়ারল্যান্ড।
বেন কারানের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সৌজন্য সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। বেন কারানের ১১৮ ও ক্রেগ এরভিনের ফিফটিতে ৬৩ বল ও ৯ উইকেট হাতে রেখে সে লক্ষ্য অনায়াসে তাড়া করেছে জিম্বাবুয়ে।
তিন ম্যাচের সিরিজে দুই দলই প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে তিন ফিফটিতে ৬ উইকেটে ২৪০ রান তোলে আয়ারল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি। সপ্তম ওভারে রিচার্ড এনগারাভার বলে ১৭ রানে ফেরেন ওপেনার স্টার্লিং (৭)। দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবির্নি ও কার্টিস ক্যাম্ফার জুটি বড় করার চেষ্টা করেন। ১৪ তম ওভারে তিন নম্বরে নামা ক্যাম্ফারকে (১১) ফিরিয়ে ট্রেভর গোয়ান্ডু আইরিশদের কিছুটা চাপে ফেলেন।
তৃতীয় উইকেটে বালবির্নি ও হ্যারি টেক্টরের ৮৬ রানের জুটিতে শুরুর বিপর্যয় সামলে ওঠে আয়ারল্যান্ড। ৩৩ তম ওভারে বালবির্নিকে ফিরিয়ে জিম্বাবুয়েকে ব্রেক-থ্রু দেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। ৯৯ বলে ১ ছক্কা ও ৪টি চারে ৬৪ রান আসে তাঁর ব্যাট থেকে। দলীয় ১৫৯ রানে টেক্টরও (৮৪ বলে ৫১) ফেরেন ফিফটি করে।
বালবির্নি ও টেক্টর বলও হজম করেছেন বেশ। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে লরকান টাকার খেলেছেন ৫৪ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস। শেষ দিকে ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার। এনগারাভা ও গোয়ান্ডু ২টি করে উইকেট নেন।
২৪১ রানের লক্ষ্য তাড়য় নেমে ওপেনিং জুটিতে ব্রায়ান বেনেট ও কারান জয়ের ভিত গড়ে দেন জিম্বাবুয়ের। ১১৮ বলে ১২৪ রানে ভাঙে এ জুটি। ফিফটি থেকে ২ রান দূরে থেকে ২০ তম ওভারে গ্রামাহ হিউমের শিকার হন বেনেট (৪৮)। দ্বিতীয় উইকেটে কারান ও এরভিন বাকি কাজ সহজেই সারলেন। ১১৯ বলে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তাঁরা।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ১৩০ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন কারান। ইনিংসে ছিল ১৪টি চার। ৩ ছক্কা ও ৫টি চারে ৫৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন এরভিন। ম্যাচসেরা হয়েছেন বেন কারান। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও একমাত্র টেস্ট জিতেছিল আয়ারল্যান্ড।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে