Ajker Patrika

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা কতটুকু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৯
ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা কতটুকু

ভারত-পাকিস্তানের লড়াই মানে রুদ্ধশ্বাস উন্মাদনা। এশিয়া কাপের ম্যাচ নিয়ে ইতিমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের মধ্যেও যথেষ্ট হাইপ শুরু হয়েছে। তবে শঙ্কা জেগেছে দর্শক-সমর্থকদের এই হাইপ মিইয়ে যায় কি না।

বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এই সম্ভাবনা দুই দিন আগেই জানা গিয়েছিল। সেই সম্ভাবনার কোনো পরিবর্তন হয়নি, পাল্লেকেলেতে আজ ভারী বৃষ্টির শঙ্কাই রয়েছে। গুগল আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ক্যান্ডিতে ৫৮ থেকে ৭৮ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দিন কালো মেঘে ঢাকা থাকবে আকাশ। তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর ম্যাচ শুরুর সময় বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ থাকতে পারে। সঙ্গে ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে ৬৮ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। এতে স্বভাবতই আউটফিল্ড ভেজা থাকবে।

এতে করে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ রয়েছে। আর সাড়ে ৫টার পর বৃষ্টির সম্ভাবনা কম বলে ওভার কেটে ৩০ শতাংশ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা ১০ শতাংশ। শেষ পর্যন্ত যদি ম্যাচ না হয়, তাহলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে। কারণ পুনরায় ম্যাচ হওয়ার জন্য এশিয়া কাপে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

এমনটা অবশ্য বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত কোনো ওভার না কেটেই সেদিন ম্যাচ হয়েছিল। আজও তেমনি হোক নিশ্চয়ই এমন আশা করবেন ক্রীড়ামোদীরা। অন্যথা সব উন্মাদনা বেরসিক বৃষ্টিতেই শেষ হবে। 

চার বছর পর আজই প্রথমবার ওয়ানডে খেলতে নামবে ভারত-পাকিস্তান। ম্যাচটি দুই দলের ওয়ানডে ইতিহাসে ১৩৩তম হবে। জয়ের পাল্লা অনেকটা এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের ৭৩ ম্যাচের বিপরীতে ৫৫ জয় ভারতের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত