Ajker Patrika

তামিমের চোখে হাথুরুর চেয়ে বেশি সময় দেন সোহেল

নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২০: ২০
তামিমের চোখে হাথুরুর চেয়ে বেশি সময় দেন সোহেল

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সব সময়েই আলোচনা-সমালোচনা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য সব সময় বিদেশি প্রধান কোচের ওপরই ভরসা করে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন এমন কোচ কি আছে দেশে? তামিম ইকবাল ভারতের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়ার মতো উপযুক্ত কোচ বাংলাদেশে নেই। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হলে আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে প্রেসবক্সে তামিম বিষয়টির আরেকটু ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার দেখা বাংলাদেশের কোনো কোচকে যদি বেছে নিতে হয় জাতীয় দলের জন্য, আমি বলব তিনি কোচ সোহেল ইসলাম। তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বেশি সময় দেন। আমার মনে হয় চন্ডিকা হাথুরুসিংহের চেয়ে বেশি। যতটুকু দেখেছি শান্ত, হৃদয়, রিশাদ, জাকির, জুনিয়র তামিমদের নিয়ে কাজ করেন সোহেল ইসলাম। এর ফল আমরা গত পাকিস্তান সফরে পেয়েছি। তিনি ‘এ’ দলের ক্রিকেটারদের চার দিনের ম্যাচের জন্য তৈরি করেন। আমার তো মনে হয় না বাংলাদেশের আর কোনো কোচ এ সংস্করণের জন্য ক্রিকেটারদের তৈরি করেন।’ 

কোচ-সোহেল-ইসলামতামিম আরও বলেন, ‘বাংলাদেশের যারা কোচ আছেন, সবাই সেরা। তাদের বেশির ভাগ কোচ বিপিএলে কোচিং করান। কিন্তু এক বিপিএল দিয়ে আপনি জাতীয় দলের প্রধান কোচ করবেন, এটা চিন্তা করা ভুল। আমার মনে হয় বাংলাদেশের কোনো কোচকে যদি জাতীয় দলের সহকারী কোচ হিসাবে চিন্তা করে বোর্ড সে ক্ষেত্রে সোহেল (ভাইয়ের) নাম আসবে। তার অনুশীলনের ধরনও বেশ মানানসই আধুনিক ক্রিকেটের সঙ্গে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত