Ajker Patrika

বাবরের সেরা পারফরম্যান্স আসছে, বলছেন হেইডেন

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২০: ০৬
বাবরের সেরা পারফরম্যান্স আসছে, বলছেন হেইডেন

‘চিরদিন কাহারো সমান নাহি যায়’- বাবর আজমের সঙ্গে জনপ্রিয় এই গানটির বেশ মিল আছে।গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, এবার তার ব্যাট যেন হাসতেই ভুলে গেছে। অফফর্মের কারণে তাঁকে নিয়ে হচ্ছে প্রচুর সমালোচনা। তবে বাবরের ওপর ভরসা রাখছেন ম্যাথ্যু হেইডেন। হেইডেনের মতে, বাবরের সেরা পারফরম্যান্স খুব দ্রুতই  আসছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে করেছেন ৩৯ রান। গড় ৭.৮০ এবং স্ট্রাইকরেট ৬১.৯০। বাংলাদেশের বিপক্ষে ২৫ রান ছাড়া বাকি সব ম্যাচেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন বাবর। যেখানে মেলবোর্নে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন পাকিস্তান অধিনায়ক।

আগামীকাল সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামবে পাকিস্তান। সেমিফাইনালের আগে বাবরকে নিয়ে হেইডেন বলেন,  ‘এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বাবর খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সেটা তাঁকে আরও দারুণ খেলোয়াড় বানাবে। আমরা জানি যে পরিবেশ শান্ত থাকার পর হঠাৎ ঝড় ওঠে। তাই আমার মনে হয়, বাবরের থেকে বিশেষ পারফরম্যান্স আসা এখনো বাকি।

১৯৯৩ থেকে ২০০৯- দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১০৩ টেস্ট, ১৬১ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলেছেন হেইডেন। ২৭৩ ম্যাচে ৪৭.৬০ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১৫০৬৬ রান। সেঞ্চুরি করেছেন ৪০টি এবং ফিফটি করেছেন ৬৯টি। সবচেয়ে বেশি রান করেছেন টেস্টে। ৫০.৭৩ গড়ে করেছেন ৮৬২৫ রান। করেছেন  ৩০ সেঞ্চুরি এবং ২৯ ফিফটি। অস্ট্রেলিয়ার ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই বাঁহাতি ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত