
অ্যাশেজে মাঠে ও বাইরে উত্তেজনা ছড়াবে, সেটাই স্বাভাবিক। তেমনটাই হয়েছিল গত অ্যাশেজে। লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে বাগ্-বিতণ্ডায় জড়ান মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কয়েকজন। অজি ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণের জন্য এবার শাস্তি পাচ্ছেন এমসিসির তিন সদস্য।
সফরকারীদের সঙ্গে এমন কুৎসিত আচরণের জন্য একজনকে বহিষ্কার এবং দুজনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল খবরটি নিশ্চিত করেছে এএফপি।
গত ০২ জুলাই লন্ডন গ্রাউন্ডে লর্ডস টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইংলিশ ব্যাটার-উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর বিতর্কিত রানআউটের পর সফরকারী খেলোয়াড়েরা প্যাভিলিয়নে ফেরার সময় এমসিসি সদস্যরা তাঁদের কটুকথা বলেন, দুই পক্ষই জড়িয়ে পড়ে বিবাদে।
বল ডেড হয়েছে ভেবে স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টো ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন আনমনে। সেই সুযোগে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বল স্টাম্পে ছুড়ে মারেন। ইংলিশ ব্যাটারকে এভাবে আউট করাটা মেনে নিতে পারেননি ইংলিশ সমর্থকেরা। তাৎক্ষণিকভাবে সেটির প্রতিক্রিয়া দেখান তারা। সফরকারী ক্রিকেটাররা বিবাদে জড়ান লর্ডসের প্যাভিলিয়নে, যেটা আবার এমসিসির হেডকোয়ার্টারও। অজিরা যখন মধ্যাহ্নভোজের জন্য ড্রেসিংরুমে ফিরছিলেন ওই সময় ঘটে এই ঘটনা।
টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, দুই অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে উদ্দেশ্য করে কিছু বলছেন এমসিসির সদস্যরা। দুই পক্ষকে বেশ উত্তেজিত দেখা যায়। যেটাকে এমসিসি জানিয়েছে, এটি ক্লাবের জন্য অত্যন্ত বিব্রতকর ঘটনা এবং ক্রিকেট স্পিরিটের পরিপন্থী। পূর্ণ তদন্তের সাপেক্ষে দ্রুত নিষিদ্ধ করা হয় এই তিন সদস্যকে।
অ্যাশেজের লর্ডসের এই ঘটনা অবশ্য খেলোয়াড় ও ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই বিতর্কে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

অ্যাশেজে মাঠে ও বাইরে উত্তেজনা ছড়াবে, সেটাই স্বাভাবিক। তেমনটাই হয়েছিল গত অ্যাশেজে। লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে বাগ্-বিতণ্ডায় জড়ান মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কয়েকজন। অজি ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণের জন্য এবার শাস্তি পাচ্ছেন এমসিসির তিন সদস্য।
সফরকারীদের সঙ্গে এমন কুৎসিত আচরণের জন্য একজনকে বহিষ্কার এবং দুজনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল খবরটি নিশ্চিত করেছে এএফপি।
গত ০২ জুলাই লন্ডন গ্রাউন্ডে লর্ডস টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইংলিশ ব্যাটার-উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর বিতর্কিত রানআউটের পর সফরকারী খেলোয়াড়েরা প্যাভিলিয়নে ফেরার সময় এমসিসি সদস্যরা তাঁদের কটুকথা বলেন, দুই পক্ষই জড়িয়ে পড়ে বিবাদে।
বল ডেড হয়েছে ভেবে স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টো ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন আনমনে। সেই সুযোগে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বল স্টাম্পে ছুড়ে মারেন। ইংলিশ ব্যাটারকে এভাবে আউট করাটা মেনে নিতে পারেননি ইংলিশ সমর্থকেরা। তাৎক্ষণিকভাবে সেটির প্রতিক্রিয়া দেখান তারা। সফরকারী ক্রিকেটাররা বিবাদে জড়ান লর্ডসের প্যাভিলিয়নে, যেটা আবার এমসিসির হেডকোয়ার্টারও। অজিরা যখন মধ্যাহ্নভোজের জন্য ড্রেসিংরুমে ফিরছিলেন ওই সময় ঘটে এই ঘটনা।
টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, দুই অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে উদ্দেশ্য করে কিছু বলছেন এমসিসির সদস্যরা। দুই পক্ষকে বেশ উত্তেজিত দেখা যায়। যেটাকে এমসিসি জানিয়েছে, এটি ক্লাবের জন্য অত্যন্ত বিব্রতকর ঘটনা এবং ক্রিকেট স্পিরিটের পরিপন্থী। পূর্ণ তদন্তের সাপেক্ষে দ্রুত নিষিদ্ধ করা হয় এই তিন সদস্যকে।
অ্যাশেজের লর্ডসের এই ঘটনা অবশ্য খেলোয়াড় ও ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই বিতর্কে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
২ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৫ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৬ ঘণ্টা আগে