Ajker Patrika

টি-টোয়েন্টিতেও ভারতকে বার্তা দিয়ে রাখলেন বাটলার 

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ৩২
টি-টোয়েন্টিতেও ভারতকে বার্তা দিয়ে রাখলেন বাটলার 

এজবাস্টন টেস্টে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা। ভারতের দেওয়া ৩৭৮ রানের বড় লক্ষ্য জনি বেয়ারস্টো-জো রুটরা আড়াই সেশন বাকি রেখে জিতেছেন। টেস্টের সাফল্য টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে চায় ইংল্যান্ড। সাদা বলের নতুন অধিনায়ক জস বাটলার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ভারতকে সেই বার্তা দিয়ে রাখলেন।

আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাটলার জানালেন, টেস্ট স্কোয়াডের দুর্দান্ত পারফরম্যান্সে সাদা বলের ক্রিকেটাররা অনুপ্রাণিত। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড এজবাস্টনে যা করেছে, সেটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমরা টেস্ট দলের এই অবিশ্বাস্য জয়কে সঙ্গী করেই শুরু (টি-টোয়েন্টি সিরিজ) করব। ইংল্যান্ডের এই জয়ের দৌড় অব্যাহত রাখব।’

২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হারের পর থেকে ইংল্যান্ড সব সংস্করণেই  ভালো করছে। ক্যারিবিয়ানদের কাছে হারের পর ইংল্যান্ড টানা ৪ টেস্ট জিতেছে। এ সময় নেদারল্যান্ডসকেও ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন বাটলার। মাঠে নামার আগেই ভারতকে একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন বাটলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত