Ajker Patrika

রাহুলের মানসিক কোচ দরকার, বলছেন গাভাস্কার

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৬: ৩৯
রাহুলের মানসিক কোচ দরকার, বলছেন গাভাস্কার

বৈশ্বিক টুর্নামেন্টে গেলেই যেন লোকেশ রাহুল নিজেকে হারিয়ে খোঁজেন। ব্যাটে তখন চলে রানখরা। সুনীল গাভাস্কার তাই মনে করেন, ফর্মে ফিরতে রাহুলের এখন দরকার মানসিক কোচ। 

এবারের বিশ্বকাপ ফর্মহীনতায় কাটাচ্ছেন রাহুল। তিন ম্যাচ খেলে করেছেন ২২ রান, গড় ৭.৩৩, স্ট্রাইক রেট ৬৪.২২। কোনোটিতেই এক অঙ্কের গণ্ডি পেরোতে পারেননি। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪ রান। এরপর সিডনিতে নেদারল্যান্ডস এবং পার্থে দক্ষিণ আফ্রিকা-দুই দলের বিপক্ষেই করেছেন ৯ রান। 

রাহুলের অফফর্ম কাটিয়ে ওঠার উপায় বাতলে দিয়েছেন গাভাস্কার। মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনের এগিয়ে আসা উচিত বলে মনে করেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আমাদের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে প্যাডি আপটন আছে। যেখানে ব্যাটিং কোচ তাকে (রাহুল) তার ভুল ধরিয়ে দেবে, সেখানে মেন্টাল কন্ডিশনিং কোচ কথা বলে তার আত্মবিশ্বাস বাড়াবে। রাহুলকে বলা উচিত যে তার প্রতিভা আছে এবং সে বড় স্কোর করতে পারে।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬৯ ম্যাচ খেলেছেন রাহুল। ৩৭.৮৭ গড় ও ১৩৮.৭৫ স্ট্রাইক রেটে করেছেন ২১৫৯ রান। দুটো সেঞ্চুরি করেছেন এবং ফিফটি করেছেন ২০ টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত