Ajker Patrika

পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ফ্লাওয়ার

পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ফ্লাওয়ার

ব্যস্ত সূচির কারণ দেখিয়ে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। গত জুলাইয়ে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর থেকেই নতুন কোচের খোঁজে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সংবাদমাধ্যমের খবর, বর্তমান প্রধান কোচ মিসবাহ-উল-হকের ওপর আর আস্থা রাখতে পারছে না পিসিবি।

মিসবাহর জায়গায় কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছিল সাবেক ইংলিশ কোচ ফ্লাওয়ারকে। তবে একাধিক টি-টোয়েন্টি লিগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব থাকায় একরকম বাধ্য হয়েই না করে দিয়েছেন ফ্লাওয়ার। 

বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস, সিপিএলে সেন্ট লুসিয়া কিংস, টি-টেন লিগে দিল্লি বুলসসহ দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচের দায়িত্বে আছেন ফ্লাওয়ার। আইপিএলের দল পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন ফ্লাওয়ার।

ফ্লাওয়ার কোচের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বিদেশি কোচ নিয়োগ করা কঠিন পড়েছে পাকিস্তান দলের। পাকিস্তান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পিসিবির চেয়ারম্যান পদে পরিবর্তন আসলেও মিসবাহ কোচ হিসেবে দীর্ঘ সময় থাকা কঠিন হয়ে পড়বে। সম্ভাব্য নতুন চেয়ারম্যান রমিজ রাজাও বিদেশি কোচ নিয়োগের পক্ষে বলে জানা গেছে।

তবে মিসবাহকে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অপসারণের সম্ভাবনা নেই। বড় টুর্নামেন্টের আগে নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময়ও এখন হাতে নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত