Ajker Patrika

ফাইনাল খেলতে না পারা দুজনই রান ও উইকেটের রাজা

ফাইনাল খেলতে না পারা দুজনই রান ও উইকেটের রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিলেন বাবর আজম। সর্বোচ্চ রানের দিক দিয়ে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারলেন না কেউ। আর ১৬ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার শ্রীলঙ্কা অবশ্য বাদ পড়েছিল শেষ চারের আগেই। আর পাকিস্তান থেমেছিল শেষ চারে।

অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর করেছিলেন ৩৪ বলে ৩৯ রান। এর আগে সুপার টুয়েলভে ৫ ম্যাচের চারটিতেই ফিফটি করেছিলেন পাকিস্তান অধিনায়ক। ছয় ম্যাচে ৬০.৬০ গড় আর ১২৬.২৫ স্ট্রাইক রেটে করেছেন ৩০৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন ওয়ার্নার। 

 ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নারের রান ২৮৯। অস্ট্রেলিয়ান ওপেনারের গড় ৪৮.১৬ আর স্ট্রাইক রেট ১৪৬.৭০। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার করেছেন ২৮১ রান। আর এবারের বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান জশ বাটলার আছেন এই তালিকার চার নম্বরে। ইংলিশ ওপেনারের রান ২৬৯। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা চারে নিউজিল্যান্ডের কেউ না থাকলেও উইকেট শিকারের তালিকায় অবশ্য দুই নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট। ১৪ উইকেট নিয়েছেন এই কিউই পেসার। আর ১৬ উইকেট নিয়ে সবার ওপরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান লেগ স্পিনারের পর ১৪ উইকেট নিয়ে বোল্টের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন অ্যাডাম জাম্পা। এই তিনজনের পরেই আছেন ১১ উইকেট নেওয়া সাকিব আল হাসান ও জশ হ্যাজেলউড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত