টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ ডেভিড ওয়ার্নার খেলে ফেলেছেন এ বছরই। ওয়ানডেকে জানিয়েছেন বিদায়। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও নিজেকে গুটিয়ে ফেলার পরিকল্পনা করছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
বয়স যে শুধুই একটি সংখ্যা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দেখালেন ওয়ার্নার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৭৩ রান করে হয়েছেন সিরিজসেরা। দুটি ফিফটি করেছেন। গড় ৫৭.৬৭ ও স্ট্রাইকরেট ১৬৬.৩৪। যার মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রত্যেক সংস্করণের শততম ম্যাচে ফিফটি করার কীর্তিও গড়ে ফেলেছেন তিনি। সেখানে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে করেন ৮১ রান। এটাই অস্ট্রেলিয়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ বলে জানিয়েছেন ওয়ার্নার। একই সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পরিকল্পনার কথা বলেছেন ওয়ার্নার। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ম্যাচ শেষে গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাডাম গিলক্রিস্টের মুখোমুখি হয়েছিলেন ওয়ার্নার। সেখানেই গিলক্রিস্টের সঙ্গে আলাপকালে ওয়ার্নার বলেন, ‘সত্যি আমার শেষ। তরুণ ক্রিকেটারদের এগিয়ে এসে প্রতিভা দেখানোর সময় এটা। আমাদের এখানে অনেক প্রতিভা রয়েছে।’ আন্তর্জাতিক ক্রিকেটে এটাই (গতকালের ম্যাচ) ওয়ার্নারের শেষ ম্যাচ কি না, সেটা জানতে গিলক্রিস্ট এক পর্যায়ে প্রশ্ন করেন, ‘তাই আমরা কি নিশ্চিত হতে পারি যে অস্ট্রেলিয়ার জার্সিতে অস্ট্রেলিয়ার মাঠে এবারই শেষবারের মতো দেখলাম?’ ওয়ার্নার বলেন, ‘আসলেই তাই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে অস্ট্রেলিয়ার পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২১,২৩ ও ২৫ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি হবে ওয়েলিংটনে। শেষ দুই ম্যাচ হবে অকল্যান্ডে। এরপর হবে দুই টেস্ট। যেখানে এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনির ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় জানালেন ওয়ার্নার। ওয়ানডেকে বিদায় বললেও জানিয়েছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে তিনি খেলতে রাজি।
টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ ডেভিড ওয়ার্নার খেলে ফেলেছেন এ বছরই। ওয়ানডেকে জানিয়েছেন বিদায়। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও নিজেকে গুটিয়ে ফেলার পরিকল্পনা করছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
বয়স যে শুধুই একটি সংখ্যা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দেখালেন ওয়ার্নার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৭৩ রান করে হয়েছেন সিরিজসেরা। দুটি ফিফটি করেছেন। গড় ৫৭.৬৭ ও স্ট্রাইকরেট ১৬৬.৩৪। যার মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রত্যেক সংস্করণের শততম ম্যাচে ফিফটি করার কীর্তিও গড়ে ফেলেছেন তিনি। সেখানে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে করেন ৮১ রান। এটাই অস্ট্রেলিয়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ বলে জানিয়েছেন ওয়ার্নার। একই সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পরিকল্পনার কথা বলেছেন ওয়ার্নার। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ম্যাচ শেষে গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাডাম গিলক্রিস্টের মুখোমুখি হয়েছিলেন ওয়ার্নার। সেখানেই গিলক্রিস্টের সঙ্গে আলাপকালে ওয়ার্নার বলেন, ‘সত্যি আমার শেষ। তরুণ ক্রিকেটারদের এগিয়ে এসে প্রতিভা দেখানোর সময় এটা। আমাদের এখানে অনেক প্রতিভা রয়েছে।’ আন্তর্জাতিক ক্রিকেটে এটাই (গতকালের ম্যাচ) ওয়ার্নারের শেষ ম্যাচ কি না, সেটা জানতে গিলক্রিস্ট এক পর্যায়ে প্রশ্ন করেন, ‘তাই আমরা কি নিশ্চিত হতে পারি যে অস্ট্রেলিয়ার জার্সিতে অস্ট্রেলিয়ার মাঠে এবারই শেষবারের মতো দেখলাম?’ ওয়ার্নার বলেন, ‘আসলেই তাই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে অস্ট্রেলিয়ার পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২১,২৩ ও ২৫ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি হবে ওয়েলিংটনে। শেষ দুই ম্যাচ হবে অকল্যান্ডে। এরপর হবে দুই টেস্ট। যেখানে এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনির ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় জানালেন ওয়ার্নার। ওয়ানডেকে বিদায় বললেও জানিয়েছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে তিনি খেলতে রাজি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৮ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৯ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১০ ঘণ্টা আগে