Ajker Patrika

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শত রানের জুটি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২১: ৩৭
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শত রানের জুটি

শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫০ পেরোনোর আগেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্ক। ৯ রানে আউট হওয়ায় তানজিদের বিপরীতে ভালো শুরু করা লিটন এলবিডব্লু হয়েছেন ২৩ রানে। তবে শুরুতেই দুই উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।

তৃতীয় উইকেট দুর্দান্ত এক জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এখন পর্যন্ত দুজনের অপরাজিত ১২০ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটি এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শত রানের জুটি। এ জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছেন দুজনে। এবারের বিশ্বকাপে শান্তর দ্বিতীয় ফিফটির বিপরীতে প্রথম পেয়েছেন সাকিব। প্রথম ফিফটি দিয়ে একটি কীর্তিও গড়েছেন বাংলাদেশের অধিনায়ক।

বিশ্বকাপের ইতিহাসে পঞ্চাশোর্ধ্ব ১৩তম ইনিংস খেললেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার। পঞ্চাশোর্ধ্ব ১৪ ইনিংস খেলা কোহলির বিপরীতে ২১ ইনিংস নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি শচীন। ৫১ রানে ব্যাটিংয়ে থাকা সাকিবের আগে ফিফটি পাওয়া শান্ত অপরাজিত আছেন ৭১ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১৪১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত