Ajker Patrika

মাথায় আঘাত পেয়ে সিরিজ শেষ জাকেরের

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়ে গেল জাকের আলী অনিকের।  ছবি: আজকের পত্রিকা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়ে গেল জাকের আলী অনিকের। ছবি: আজকের পত্রিকা

মাথায় আঘাত পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জাকের আলী অনিক। তাঁর (জাকের) পরিবর্তে দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অংকনকে। অভিষেকের অপেক্ষায় থাকা অংকনকে নেওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

চট্টগ্রামে গতকাল ব্যাটিং অনুশীলন করতে গিয়ে জাকের মাথায় ব্যথা পেয়েছেন বলে বিসিবি জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান আজ বলেন, ‘গতকাল (রবিবার) অনুশীলনে ব্যাটিংয়ের সময় জাকের আলী কনকাশনে আক্রান্ত হন। তার কনকাশনের ইতিহাস রয়েছে এবং কিছু উপসর্গও দেখা গেছে এরই মধ্যে। আগের কনকাশন রেকর্ডের ভিত্তিতে সেরে উঠতে তার কিছুটা সময় লাগতে পারে। পর্যবেক্ষণের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।’

ঢাকা বিভাগের ক্রিকেটার অঙ্কন এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৩টি। ৩০.৬৯ গড়ে করেছেন ১৯৩৪ রান। ৩ সেঞ্চুরি করেছেন লাল বলের ক্রিকেটে। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একমাত্র ইনিংসে সিলেট বিভাগের বিপক্ষে ১১৮ রান করেছিলেন।

জাকের বাদ পড়ায় মাহিদুল ইসলাম অঙ্কনকে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: ফাইল ছবি
জাকের বাদ পড়ায় মাহিদুল ইসলাম অঙ্কনকে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: ফাইল ছবি

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে জাকের প্রথম ইনিংসে ২ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেন জাকের। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে ৮ নম্বরে নেমে ফিফটি করেন জাকের। মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ১৩২ রানের জুটি গড়তে অবদান রাখেন। যা প্রোটিয়াদের বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা বাংলাদেশের জন্য সিরিজে সমতায় ফেরানোর লড়াই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত