Ajker Patrika

চাঁদের বুকে যেমন দল চান ওয়াসিম জাফর

চাঁদের বুকে যেমন দল চান ওয়াসিম জাফর

চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। আর এতে অন্যান্য ভারতীয়দের মতো উচ্ছ্বসিত দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনাও বটে। ভারতের আগে যে মাত্র তিনটি দেশ—রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনই কেবল চাঁদে মহাকাশ যান পাঠাতে পেরেছে। 

চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মারা অভিনন্দন জানিয়েছেন চন্দ্রযান দলকে। উচ্ছ্বাস দেখিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও। তবে একটু অন্যভাবে। 

চাঁদে অবতরণের পর ছবিও পাঠাতে শুরু করেছে চন্দ্রযান-৩। মহাকাশ যানটির পাঠানো চন্দ্রপৃষ্ঠের একটি ছবি দিয়ে বুদ্ধিদীপ্ত এক পোস্ট ওয়াসিম জাফর দিয়েছেন টুইটারে। চন্দ্রপৃষ্ঠের ছবিটিকে ক্রিকেট পিচ হিসেবে কল্পনা করে সেটি স্পিন না পিচ সহায়ক হবে সে ধারণাও দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তাঁর ধারণা এই উইকেটে টস জিতলে যে কেউই আগে ব্যাট করবে। ‘চাঁদের পিচ’ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পরামর্শক কোচের টুইট, ‘অবশ্যই আগে ব্যাটিং করার মতো উইকেট। ৩ স্পিনার, ১ বিশেষজ্ঞ পেসার ও সঙ্গে এক অলরাউন্ডার নিয়ে মাঠে নামব।’

এবার আর নিশ্চয় বুঝতে বাকি নেই সেই কল্পিত পিচ স্পিন সহায়ক। জাফরের টুইট পরে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, চাঁদের উইকেটে একাই ৫ উইকেট নেবেন রবীন্দ্র জাদেজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত