নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিগ পর্বে নিজেদের শেষ খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্স হারায় ফরচুন বরিশালকে। ম্যাচের শেষ দিকে ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় খুলনা কোচ খালেদ মাহমুদ সুজনকে। ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন সুজন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় সুজনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর্টিকেল ২.২০ অনুযায়ী এ ধরনের কার্যক্রম খেলার স্পিরিটের পরিপন্থি।
শুধু জরিমানাতে শেষ হয়নি এই ঘটনা। সুজনের নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। মাঠের আম্পায়ার আলী আরমান রাজন, রবীন্দ্র উইমালাসারি থার্ড আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই শাস্তি দিয়েছেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
এছাড়াও গতকাল শেষ চারের লড়াইয়ের দিন শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের মেহেদী হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেন সৈকত। এলিমেনিটর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুর জয় উদযাপনের সময় হেলমেট খুলে ব্যাট দিয়ে আঘাত করেন মেহেদী। এই ঘটনায় তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
একই ম্যাচে বিসিবির নীতি ভেঙেছেন রংপুরের হয়ে গতকাল এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলা নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে পুরানের নামের পাশে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেয়েছেন মোসাদ্দেক। তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
লিগ পর্বে নিজেদের শেষ খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্স হারায় ফরচুন বরিশালকে। ম্যাচের শেষ দিকে ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় খুলনা কোচ খালেদ মাহমুদ সুজনকে। ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন সুজন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় সুজনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর্টিকেল ২.২০ অনুযায়ী এ ধরনের কার্যক্রম খেলার স্পিরিটের পরিপন্থি।
শুধু জরিমানাতে শেষ হয়নি এই ঘটনা। সুজনের নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। মাঠের আম্পায়ার আলী আরমান রাজন, রবীন্দ্র উইমালাসারি থার্ড আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই শাস্তি দিয়েছেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
এছাড়াও গতকাল শেষ চারের লড়াইয়ের দিন শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের মেহেদী হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেন সৈকত। এলিমেনিটর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুর জয় উদযাপনের সময় হেলমেট খুলে ব্যাট দিয়ে আঘাত করেন মেহেদী। এই ঘটনায় তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
একই ম্যাচে বিসিবির নীতি ভেঙেছেন রংপুরের হয়ে গতকাল এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলা নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে পুরানের নামের পাশে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেয়েছেন মোসাদ্দেক। তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৮ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৯ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১০ ঘণ্টা আগে