Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত সেই ইংলিশ পেসার অবসরে

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৬: ১৬
বাংলাদেশের বিপক্ষে  অভিষিক্ত সেই ইংলিশ পেসার অবসরে

স্টিভেন ফিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১০ সালের ১২ মার্চ চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট এই পেসার খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। 

তার মধ্যে বাংলাদেশ সফরে দুই টেস্ট মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে একই বছরের মে মাসে তামিম ইকবালের স্মরণীয় লর্ডস টেস্টে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। 

লর্ডস টেস্ট স্মরণীয় হয়ে আছে তামিমের ক্যারিয়ারে। প্রথম ইনিংস ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। বলেকয়ে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তবে সেই টেস্ট বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। এর আগে বাংলাদেশ সফরেও ইংল্যান্ড সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। 

লর্ডস টেস্টে ইংলিশদের জয়ের নায়ক সেই ফিন আজ অবসর নিলেন ১৮ বছরের পেশাদারি ক্রিকেট ক্যারিয়ার থেকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তাঁকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ২০১৭ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে। মূলত ইংল্যান্ড দলে ফিন জায়গা হারান ক্রিস ওকসের কাছে। অবশ্য কাউন্টিতে খেলে যাচ্ছিলেন তিনি। ৩৪ বছর বয়সী এই ডানহাতি সাসেক্স পেসার ৩৬ টেস্টে ৩০.৪০ গড়ে নিয়েছেন ১২৫ উইকেট। তাঁকে সাদা পোশাকে দেখা গেছে ২০১০-২০১৬ পর্যন্ত। 

ফিনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের জুনে, মিডলসেক্সের হয়ে। হাঁটুর চোটের কারণে তাঁকে গত বছরের জুলাই থেকে লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। ফিন ইংল্যান্ডের হয়ে ৬৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টিও খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫৭০ উইকেট নিয়েছেন ১৬৪ ম্যাচে। সেরা বোলিং ফিগার ৩৭ রানে ৯ উইকেট। 

 ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ফিন প্রথম কাউন্টি ক্রিকেট খেলেন ১৬ বছর বয়সে। পেশাদারি ক্যারিয়ার থেকে বিদায়ের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গত ১২ মাস ধরে আমি নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছিলাম এবং তাকে হারাতে চাইছিলাম। আমি ভাগ্যবান যে,২০০৫ সালে মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচ খেলতে পেরেছি। এই যাত্রাটা সহজ ছিল না। তবে আমি দুঃখিত যে, আর খেলতে সক্ষম নই বলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত