ক্রীড়া ডেস্ক
রিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তাঁর টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক না হওয়ার কোনো কারণ নেই।’
ভারতের বিপক্ষে চলতি ওল্ড ট্রাফোর্ড টেস্টে রুট গতকাল ১৫০ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদে ভারতের রাহুল দ্রাবিড় (১৩২৮৮), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩২৮৯) ও রিকি পন্টিংকে (১৩৩৭৮) ছাড়িয়ে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন জো রুট। টেস্টে এখন ইংলিশ এই ব্যাটারের রান—১৩৪০৯। তাঁর সামনে এখন শুধুই টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির টেস্ট রান ১৫৯২১। তাঁকে ছাড়িয়ে যেতে আরও আড়াই হাজার মতো রানের দরকার রুটে। রিকি পন্টিংয়ের বাজি—ঠিকই একদিন টেস্টের রান চূড়ায় উঠবেন রুট। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বললেন, ‘এখন তাঁর সামনে শুধুই টেন্ডুলকার। তাঁর চেয়ে আড়াই হাজার রান দূরে। তবে যেভাবে সে (রুট) রান করে যাচ্ছে, তাতে তাঁর এক নম্বরে না আসার কোনো কারণ দেখি না।’
বয়স ৩৪ হলেও জো রুট মানসিকভাবে অনেক শক্তিশালী বলে মনে করেন পন্টিং। রুটের আছে প্রচণ্ড রানক্ষুধা। পন্টিংয়ের ভাষায়, ‘তাঁর মধ্যে এখনো সেই (রান) ক্ষুধা আছে। আছে নিরন্তর উন্নতি করে নিজেকে এগিয়ে নেওয়ার ইচ্ছাশক্তি।’ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ইচ্ছাশক্তি অন্যদের বেলায় কমে এলেও রুটের ক্ষেত্রে ঘটছে উল্টোটা।
গত বছর সেপ্টেম্বরে আইসিসির রিভিউ অনুষ্ঠানে রুটকে নিয়ে পন্টিং বলেছিলেন, রুট যদি বছরে ১০ থেকে ১৪টি টেস্ট খেলেন আর ৮০০ থেকে ১০০০ রান করেন তাহলে কয়েক বছরের মধ্যেই টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন তিনি।
ওল্ড ট্রাফোর্ডে সেঞ্চুরির মধ্যে দিয়ে স্টিভেন স্মিথকে (১১) ছাড়িয়ে টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। ভারতের বিপক্ষে রুটের সেঞ্চুরি সংখ্যা এখন ১২। যার ৯টিই ঘরের মাঠে। এতে ঘরের মাঠে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে রুট ছাড়িয়ে যান স্যার ডন ব্র্যাডম্যানকেও। ইংল্যান্ডের বিপক্ষে দেশে আটটি সেঞ্চুরি রয়েছে এই কিংবদন্তির।
টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া নিয়ে পন্টিংয়ের বিশ্বাসের সঙ্গে একমত রুটেরই সতীর্থ ওলি পোপও। ইংলিশ এই ব্যাটার বললেন, ‘রুট ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই তাঁর শরীর যদি সহায়ক হয়, তবে নিশ্চয়ই তিনি রানের চূড়ায় উঠবেন।’
রিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তাঁর টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক না হওয়ার কোনো কারণ নেই।’
ভারতের বিপক্ষে চলতি ওল্ড ট্রাফোর্ড টেস্টে রুট গতকাল ১৫০ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদে ভারতের রাহুল দ্রাবিড় (১৩২৮৮), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩২৮৯) ও রিকি পন্টিংকে (১৩৩৭৮) ছাড়িয়ে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন জো রুট। টেস্টে এখন ইংলিশ এই ব্যাটারের রান—১৩৪০৯। তাঁর সামনে এখন শুধুই টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির টেস্ট রান ১৫৯২১। তাঁকে ছাড়িয়ে যেতে আরও আড়াই হাজার মতো রানের দরকার রুটে। রিকি পন্টিংয়ের বাজি—ঠিকই একদিন টেস্টের রান চূড়ায় উঠবেন রুট। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বললেন, ‘এখন তাঁর সামনে শুধুই টেন্ডুলকার। তাঁর চেয়ে আড়াই হাজার রান দূরে। তবে যেভাবে সে (রুট) রান করে যাচ্ছে, তাতে তাঁর এক নম্বরে না আসার কোনো কারণ দেখি না।’
বয়স ৩৪ হলেও জো রুট মানসিকভাবে অনেক শক্তিশালী বলে মনে করেন পন্টিং। রুটের আছে প্রচণ্ড রানক্ষুধা। পন্টিংয়ের ভাষায়, ‘তাঁর মধ্যে এখনো সেই (রান) ক্ষুধা আছে। আছে নিরন্তর উন্নতি করে নিজেকে এগিয়ে নেওয়ার ইচ্ছাশক্তি।’ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ইচ্ছাশক্তি অন্যদের বেলায় কমে এলেও রুটের ক্ষেত্রে ঘটছে উল্টোটা।
গত বছর সেপ্টেম্বরে আইসিসির রিভিউ অনুষ্ঠানে রুটকে নিয়ে পন্টিং বলেছিলেন, রুট যদি বছরে ১০ থেকে ১৪টি টেস্ট খেলেন আর ৮০০ থেকে ১০০০ রান করেন তাহলে কয়েক বছরের মধ্যেই টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন তিনি।
ওল্ড ট্রাফোর্ডে সেঞ্চুরির মধ্যে দিয়ে স্টিভেন স্মিথকে (১১) ছাড়িয়ে টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। ভারতের বিপক্ষে রুটের সেঞ্চুরি সংখ্যা এখন ১২। যার ৯টিই ঘরের মাঠে। এতে ঘরের মাঠে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে রুট ছাড়িয়ে যান স্যার ডন ব্র্যাডম্যানকেও। ইংল্যান্ডের বিপক্ষে দেশে আটটি সেঞ্চুরি রয়েছে এই কিংবদন্তির।
টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া নিয়ে পন্টিংয়ের বিশ্বাসের সঙ্গে একমত রুটেরই সতীর্থ ওলি পোপও। ইংলিশ এই ব্যাটার বললেন, ‘রুট ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই তাঁর শরীর যদি সহায়ক হয়, তবে নিশ্চয়ই তিনি রানের চূড়ায় উঠবেন।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২৬ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে