নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট। পাহাড়ি ঢল আর প্রচণ্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহর-জনপদ। সিলেটের এমন দুর্যোগের সময় সাধারণ মানুষদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে থাকা সিলেটি ক্রিকেটারদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার কাজ অব্যাহত রেখেছে বোর্ড।
আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের সব সময় চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হন, তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না।’
সিলেটের বর্তমান পরিস্থিতিতে কীভাবে সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো যায়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি (পাপন) মহোদয় এরই মধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন কীভাবে কাজ করলে কিছুটা হলেও তাদের পাশে থাকা যাবে। সেভাবে আমাদের দেখতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক (শফিউল ইসলাম নাদেল) আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ করছেন কীভাবে আমরা সহযোগিতা করতে পারি বা কীভাবে আমরা পাশে থাকতে পারি।’
জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে আছেন সিলেটের পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। দুর্যোগের এই সময় তাঁদের পরিবারের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান সুজন, ‘সিলেটে আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যাঁরা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের সঙ্গে যোগাযোগ আছে। দুর্যোগের পর যেসব সমস্যা হবে, সেই সব বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি কীভাবে তাঁদের পাশে থাকা যায়।’
শুধু জাতীয় দলের নয়, ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন বিসিবির প্রধান। এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বোর্ড সভাপতি মহোদয় এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে, আমাদের যেসব খেলোয়াড় আছেন, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যাঁরা আছেন তাঁরা নন, ক্রিকেটসংশ্লিষ্ট যাঁরা আছেন প্রতিবার তাঁদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই এবারও থাকব।’
দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের প্রয়োজন হয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সে ধরনের কোনো ব্যবস্থা করার অনুরোধ আসেনি। এমন কোনো অনুরোধ এলে সে ব্যাপারেও ভেবে দেখার কথা জানিয়েছে বিসিবি।
আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট। পাহাড়ি ঢল আর প্রচণ্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহর-জনপদ। সিলেটের এমন দুর্যোগের সময় সাধারণ মানুষদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে থাকা সিলেটি ক্রিকেটারদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার কাজ অব্যাহত রেখেছে বোর্ড।
আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের সব সময় চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হন, তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না।’
সিলেটের বর্তমান পরিস্থিতিতে কীভাবে সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো যায়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি (পাপন) মহোদয় এরই মধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন কীভাবে কাজ করলে কিছুটা হলেও তাদের পাশে থাকা যাবে। সেভাবে আমাদের দেখতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক (শফিউল ইসলাম নাদেল) আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ করছেন কীভাবে আমরা সহযোগিতা করতে পারি বা কীভাবে আমরা পাশে থাকতে পারি।’
জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে আছেন সিলেটের পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। দুর্যোগের এই সময় তাঁদের পরিবারের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান সুজন, ‘সিলেটে আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যাঁরা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের সঙ্গে যোগাযোগ আছে। দুর্যোগের পর যেসব সমস্যা হবে, সেই সব বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি কীভাবে তাঁদের পাশে থাকা যায়।’
শুধু জাতীয় দলের নয়, ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন বিসিবির প্রধান। এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বোর্ড সভাপতি মহোদয় এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে, আমাদের যেসব খেলোয়াড় আছেন, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যাঁরা আছেন তাঁরা নন, ক্রিকেটসংশ্লিষ্ট যাঁরা আছেন প্রতিবার তাঁদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই এবারও থাকব।’
দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের প্রয়োজন হয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সে ধরনের কোনো ব্যবস্থা করার অনুরোধ আসেনি। এমন কোনো অনুরোধ এলে সে ব্যাপারেও ভেবে দেখার কথা জানিয়েছে বিসিবি।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে